রাঙামাটিতে অস্ত্রসহ জেএসএস সদস্য আটক

রাঙামাটিতে অস্ত্রসহ জেএসএস সদস্য আটক
ডন প্রতিবেদক, শহিদুল ইসলাম হৃদয়, রাঙামাটি : রাঙামাটির জুরাছড়ি উপজেলায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ গোলাবারুদ, অস্ত্র ও অন্যান্য সরঞ্জামাদিসহ জেএসএসের (মূল) এক সদস্যকে আটক করেছে সেনাবাহিনী। রবিবার (২২ আগস্ট) সকালে গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলার মগবান ইউনিয়নের কুকিমাড়া এলাকায় জেএসএস দলের আস্তানায় অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয়। আটক জেএসএস সদস্যের নাম অনিল কান্তি চাকমা (৩৯)। সেনাবাহিনী সূত্র জানা গেছে, এদিন সকালে জুরাছড়ি উপজেলা কুকিমাড়া এলাকায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জেএসএস দলের আস্তানায় অভিযান পরিচালনা করে সেনাবাহিনী। এ সময় জেএসএস দলের আস্তানায় অবস্থানরত সন্ত্রাসিদের সঙ্গে সেনাবাহিনীর গুলি বিনিময়ের ঘটনা ঘটে। পরে নিরাপত্তা বাহিনীর চাপের মুখে সন্ত্রাসিরা ওই এলাকা থেকে পালিয়ে যায়। তবে কেউ হতাহত হয় নি। পরে এলাকা তল্লাশি করে ১টি এসএমজি ও ২০ রাউন্ড এসএমজির অ্যামুনিশন, ১টি পিস্তল ও ১০ রাউন্ড পিস্তল অ্যামুনিশন, ২টি ম্যাগাজিন, ৪টি দা, ১টি ছুরি, ১টি ওয়াকিটকি সেট, ২ জোড়া ইউনিফর্ম, ৫টি কম্বল, ১টি টুপি, ৪টি মোবাইল (২টি স্মার্ট ও ২টি নরমাল), ইলেকট্রনিক ডিভাইস, ব্যাগ, দলিল দস্তাবেজ, ব্যক্তিগত ব্যবহার্য সামগ্রি ও অন্যান্য সরঞ্জামাদি জব্দ করা হয়।