যুক্তরাষ্ট্রে কৃষ্ণাঙ্গ হত্যার ঘটনায় ৫ পুলিশ বরখাস্ত

যুক্তরাষ্ট্রে কৃষ্ণাঙ্গ হত্যার ঘটনায় ৫ পুলিশ বরখাস্ত

নিজস্ব প্রতিবেদন, বাঙলার কাগজ : যুক্তরাষ্ট্রে বেপরোয়া গতিতে গাড়ি চালানোর অভিযোগে আটক করা কৃষ্ণাঙ্গ যুবক টায়ার নিকোল্সের মৃত্যুর ঘটনায় অভিযুক্ত ৫ পুলিশ সদস্যকে বরখাস্ত করা হয়েছে।

এই ঘটনায় তাঁদের বিরুদ্ধে ‘দ্বিতীয়-ডিগ্রি হত্যার’ অভিযোগ আনা হয়েছে। অভিযুক্ত পুলিশ কর্মকর্তারাও সবাই কৃষ্ণাঙ্গ। যুক্তরাষ্ট্রের টেনেসি অঙ্গরাজ্যের মেমফিস শহরে ৭ জানুয়ারি টায়ার নিকোল্কে মারধর করে আহত করা হয়। এর তিনদিন পর নিকোল্সের মৃত্যু হয়।

পুলিশের মারধরের একটা ভিডিও প্রকাশ হওয়ার পর যুক্তরাজ্যজুড়ে বিক্ষোভ শুরু হয়। 

ভিডিওতে দেখা যায়, ২৯ বছর বয়সী কৃষ্ণাঙ্গ যুবককে হাঁটু গেড়ে বসিয়ে রেখে মারধর করা হচ্ছে, অতিরিক্ত মারধর করার কারণে তিনি বেশ দুর্বল ছিলেন।

ফুটেজে নিকোল্স নামক সেই যুবকে মাটিতে দেখা যায় এবং তাঁকে তিনবার ‘মা’ বলে ডাকতে শোনা যায়, এই অবস্থায় অফিসাররা তাঁর মুখে ঘুষি ও লাথি মারে।

প্রকাশ পাওয়া মোট ৪টি ভিডিওর শেষটিতে পুলিশকে তাঁর মুখে মরিচ স্প্রে করতে দেখা যায়। তিন দিন পর ১০ জানুয়ারি হাসপাতালে তিনি মারা যান।

বিক্ষোভকারীরা শহরের ৫০টি ব্রিজ অবরোধ করেন। তাঁরা অভিযোগ করেন, গত এক বছরের পুলিশের হাতে প্রায় ১ হাজার জন নিহত হয়েছেন।