মূল্যস্ফীতির চ্যালেঞ্জ নিয়ে মুদ্রানীতি ঘোষণা বিকেল ৩টায়

মূল্যস্ফীতির চ্যালেঞ্জ নিয়ে মুদ্রানীতি ঘোষণা বিকেল ৩টায়

নিজস্ব প্রতিবেদন, বাঙলার কাগজ : মূল্যস্ফীতির লাগাম টেনে ধরতে রোববার (১৮ জুন) বিকেল ৩টায় নতুন মুদ্রানীতি ঘোষণা করবে বাংলাদেশ ব্যাংক।

পহেলা জুলাই শুরু হতে যাওয়া ২০২৩-২৪ অর্থবছরের প্রথমার্ধের (জুলাই-ডিসেম্বর) বা বছরের দ্বিতীয়ার্ধের এই মুদ্রানীতিতে জিডিপি প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রার দিকে না তাকিয়ে মূল্যস্ফীতি কমানোর দিকেই বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে বলে মুদ্রানীতি প্রণয়ণের সঙ্গে জড়িত কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা জানিয়েছেন।

কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা জানান, মুদ্রানীতির কাঠামোতে পরিবর্তন আনা হচ্ছে। নতুর মুদ্রানীতির কেন্দ্রে থাকবে সুদহার। এর লক্ষ্যমাত্রা থাকবে সুদহারকেন্দ্রিক। এবারের মুদ্রানীতিতে জিডিপি প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা অর্জনের চেয়ে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ বেশি গুরুত্ব পাবে। এজন্য নীতি সুদহার তথা রেপো ও রিভার্স রেপোর সুদ বাড়তে পারে। এ ছাড়া গ্রাহক পর্যায়ে ৯ শতাংশ সুদহারের সীমা তুলে নতুন ব্যবস্থার ঘোষণা আসছে।

বাংলাদেশ ব্যাংকের সভাকক্ষে জুলাই-ডিসেম্বর মেয়াদের এই মুদ্রানীতি ঘোষণা করবেন গভর্নর আব্দুর রউফ তালুকদার।