মিয়ানমারে মার্কিন নিষেধাজ্ঞা

মিয়ানমারে মার্কিন নিষেধাজ্ঞা

নিজস্ব প্রতিবেদন, বাঙলার কাগজ ও ডন : মার্কিন ট্রেজারি বিভাগ মিয়ানমারের একটি গ্রুপ এবং তাঁদের কোম্পানি ডাইনেস্টি ইন্টারন্যাশনালকে অত্যাচারী সামরিক জান্তা সরকারকে সমর্থন করার জন্য নিষেধাজ্ঞার কালো তালিকায় ফেলেছে। খবর এএফপির

নিষেধাজ্ঞাগুলোর মধ্যে রয়েছেন ডাইনেস্টি ইন্টারন্যাশনালের মালিক অং মো মিন্ট এবং তাঁর ভাই হ্লাইং মো মিন্ট এবং পরিচালক মায়ো থিৎসার।

নিষেধাজ্ঞাপ্রাপ্ত ব্যক্তিরা জান্তা সরকারের জন্য বেলারুশ হয়ে রাশিয়া থেকে অস্ত্র সরবরাহ করছিলো।

মার্কিন ট্রেজারি বিভাগ স্থানীয় সময় বৃহস্পতিবার (৬ অক্টোবর) এক বিবৃতিতে বলেছে, ‘১ ফেব্রুয়ারি, ২০২১ সালে বার্মার গণতান্ত্রিকভাবে নির্বাচিত বেসামরিক সরকারকে উৎখাতকারী অভ্যুত্থানের পর সামরিক বাহিনী বার্মার জনগণের ওপর রাজনৈতিক ভিন্নমতের সহিংস দমনের মাধ্যমে ২ হাজার ৩ শ নিরপরাধ বেসামরিককে হত্যা এবং ৯ লাখেরও বেশি লোকের বাস্তুচ্যুতিসহ অসংখ্য নৃশংসতা চালিয়েছে।’

‘অভ্যুত্থানের পর থেকে অং মো মিন্ট বার্মার সেনাবাহিনীর পক্ষে বিভিন্ন অস্ত্র চুক্তি এবং অস্ত্র কেনার সুবিধা দিয়েছে।’

এ ছাড়া মার্কিন পররাষ্ট্র দপ্তর মিয়ানমারের প্রাক্তন পুলিশ প্রধান এবং প্রাক্তন উপ-স্বরাষ্ট্রমন্ত্রী থান হ্লাইংকে ২০২১ সালের ফেব্রুয়ারিতে বিক্ষোভকারীদের বিচারবহির্ভূত হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে নিষেধাজ্ঞার তালিকায় যোগ করেছে।