মুমিনুল : পেশাদার ক্রিকেটারদের ধানক্ষেতেও ভালো খেলতে হবে।

মুমিনুল : পেশাদার ক্রিকেটারদের ধানক্ষেতেও ভালো খেলতে হবে।
ডন প্রতিবেদন : বাংলাদেশ ক্রিকেটে বিশেষ করে টেস্ট খেলায় অনেক সময় খেলোয়াড়রা পরাজয়ের কারণ হিসেবে উইকেট ও কন্ডিশনকে অজুহাত হিসেবে দাঁড় করান। বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে এই প্রচলনটা সবচেয়ে বেশি। তবে এ অবস্থা থেকে বের হয়ে আসার ওপর জোর দিয়েছেন টেস্ট অধিনায়ক মুমিনুল হক। একইসঙ্গে পেশাদার ক্রিকেটার হিসেবে উইকেট ও কন্ডিশনকে অজুহাত হিসেবে দাঁড় করানো কখনো কাম্য নয় বলেই মন্তব্য করেছেন তিনি। শনিবার (৪ ডিসেম্বর) থেকে শুরু হতে যাওয়া বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার দ্বিতীয় ও শেষ টেস্ট নিয়ে এমন কথা বলেন মুমিনুল। মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে ম্যাচটি অনুষ্ঠিত হবে। সেটিকে সামনে রেখেই শুক্রবার (৩ ডিসেম্বর) ভার্চুয়াল সংবাদ সম্মেলনে আসেন টাইগার অধিনায়ক মুমিনুল। উইকেট প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘পেশাদার ক্রিকেটার হিসেবে উইকেট ও কন্ডিশনকে অজুহাত হিসেবে দাঁড় করানো ঠিক নয়। আমিও এটারসঙ্গে কখনো একমত হবো না। পেশাদার ক্রিকেটার হিসেবে ধানক্ষেতেও ভালো খেলতে হবে। তাই আমার কাছে মনে হয়, এসব অজুহাত না দিয়ে আরও পেশাদার হলে ভালো হবে।’ বাংলাদেশের বোলিংয়ের শক্তির মূল জায়গা স্পিন হলেও ঢাকা টেস্টে স্পিন বান্ধব উইকেট চান না অধিনায়ক। উপমহাদেশে স্পিন ট্র্যাক তৈরির ধারণা থেকে বের হওয়া উচিত মন্তব্য করে তিনি বলেন, ‘উপমহাদেশে সবাই স্পিন ভালো খেলে। তাই এখানে (মিরপুর) স্পিন উইকেট না করাই ভালো। আমি ফ্ল্যাট উইকেটই চাইবো।’