মঙ্গলবার কলম্বো থেকে ঢাকা আসছেন ডোনাল্ড লু

মঙ্গলবার কলম্বো থেকে ঢাকা আসছেন ডোনাল্ড লু

নিজস্ব প্রতিবেদন, বাঙলার কাগজ : দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু সোমবার (১৩ মে) সকালে শ্রীলঙ্কা পৌঁছান। সেখানে মার্কিন রাষ্ট্রদূত জুলি চুং’র সঙ্গে বৈঠকের মাধ্যমে শ্রীলঙ্কা সফর শুরু করেন।

জুলি চুং এক টুইট বার্তায় (এক্স) এ তথ্য জানিয়ে বলেছেন, ডোনাল্ড লুকে শ্রীলঙ্কায় স্বাগত জানাতে পেরে আমরা আনন্দিত। সরকার ও সুশীল সমাজের নেতাদের সঙ্গে বৈঠকের জন্য আমরা আমাদের দুই দেশের মধ্যে কয়েক দশকের দীর্ঘ অংশীদারিত্বকে পুনঃনিশ্চিত ও শক্তিশালী করছি। শান্তি বিনির্মাণ এবং গণতান্ত্রিক নিয়মকে শক্তিশালী করার চলমান প্রচেষ্টা সম্পর্কে জানতে শ্রীলঙ্কার গতিশীল সুশীল সমাজের সদস্যদের সঙ্গেও কথা বলেছেন তিনি।

রাষ্ট্রদূত লুয়ের সফর সম্পর্কে তিনি বলেন, শ্রীলঙ্কার অর্থনৈতিক পুনরুদ্ধার, সুশাসন ও সংস্কার লুয়ের সফরের আলোচনায় থাকছে।

যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু মঙ্গলবার (১৪ মে) ঢাকায় আসছেন। এ সফরে তিনি ব্যবসা-বিনিয়োগ, নিরাপত্তা, প্রতিরক্ষা, জলবায়ু পরিবর্তন এবং নাগরিক অধিকারসহ দুই দেশের অগ্রাধিকারের বিভিন্ন বিষয় নিয়ে সরকারি ও বেসরকারি পর্যায়ে আলোচনা করবেন।

গত জানুয়ারিতে অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের জ্যেষ্ঠ কর্মকর্তা হিসেবে এটি তাঁর প্রথম সফর।

লু ঢাকা এসে প্রথমদিন রাতে প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমানের দেওয়া এক নৈশভোজে যোগ দেবেন। দ্বিতীয় দিন বুধবার (১৫ মে) তিনি পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের সঙ্গে দ্বিপক্ষীয় আলোচনা করবেন। পরে তিনি পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহ্‌মুদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। তিনদিনের ঢাকা সফরের সময় ডোনাল্ড লু’র নাগরিক সমাজের প্রতিনিধিদের সঙ্গেও মতবিনিময় করার কথা রয়েছে।