মুক্তারপুর নৌ পুলিশ ফাঁড়ি উদ্ধার করলো বিপুল অবৈধ কারেন্ট জাল।

ডন প্রতিবেদন : গোপন সংবাদের ভিত্তিতে নৌ পুলিশের অতিরিক্ত আইজিপি আতিকুল ইসলাম বিপিএম (বার), পিপিএম (বার) এর নির্দেশক্রমে নারায়ণগঞ্জ অঞ্চলের পুলিশ সুপার মিনা মাহমুদার তত্বাবধানে মুক্তারপুর নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ, অফিসার এবং ফোর্সসহ মুন্সীগঞ্জ জেলা মৎস্য কর্মকর্তা ও উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে মুন্সীগঞ্জ জেলার সদর থানার ডিঙ্গাভাঙ্গা এলাকার কারখানায় অভিযান চালিয়ে ৮ বস্তা অবৈধ কারেন্ট জাল, ১০ হাজার ৫শ পিস ববিন, ১০ হাজার ১শ পিস রেইল উদ্ধার করা হয়েছে। যার সর্বমোট আনুমানিক দৈর্ঘ্য ২৩ লাখ ৫০ হাজার মিটার। উদ্ধারকৃত এসব পণ্যের আনুমানিক মূল্য ১ কোটি ১৭ লাখ ৫০ হাজার টাকা। অভিযান পরিচালনা প্রসঙ্গে নৌ পুলিশের প্রধান আতিকুল ইসলাম বিপিএম (বার), পিপিএম (বার) বলেন, ‘কারেন্ট জালের উৎপাদন বন্ধে নিয়মিতভাবে অভিযান পরিচালনা করে যাচ্ছে নৌ পুলিশ।’ ‘দেশের মৎস্য সম্পদ রক্ষার্থে সরকার কর্তৃক নিষিদ্ধ ঘোষিত কারেন্ট জাল নির্মূল না হওয়া পর্যন্ত নৌ পুলিশের এমন অভিযান অব্যাহত থাকবে।’