ভারতের পররাষ্ট্রসচিব ঢাকায়।

ভারতের পররাষ্ট্রসচিব ঢাকায়।
ডন প্রতিবেদন : প্রতিবেশি বন্ধুপ্রতিম ভারতের পররাষ্ট্রসচিব হর্ষ বর্ধন শ্রিংলা দুই দিনের সফরে আজ মঙ্গলবার (৭ ডিসেম্বর) সকালে ঢাকায় এসেছেন। ভারতীয় বিমানবাহিনীর একটি বিশেষ উড়োজাহাজে ঢাকায় পৌঁছান হর্ষ বর্ধন শ্রিংলা। বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন। হর্ষ বর্ধন শ্রিংলা তাঁর সফরের শুরুতে পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেনেরসঙ্গে আলোচনা করবেন। এরপর তিনি পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে (আবুল কালাম) আব্দুল মোমেনেরসঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। আজ বিকেলে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরেরসঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন হর্ষ বর্ধন শ্রিংলা। ভারতের পররাষ্ট্রসচিব আগামীকাল বুধবার (৮ ডিসেম্বর) প্রধানমন্ত্রী শেখ হাসিনারসঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। এদিনই তাঁর দিল্লি ফিরে যাওয়ার কথা রয়েছে। পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন গতরাতে (সোমবার : ৬ ডিসেম্বর) মুঠোফোনে বলেন, স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদ্‌যাপনের অনুষ্ঠানে অংশ নিতে ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ ১৫ ডিসেম্বর ঢাকায় আসবেন। ওই সফরের প্রস্তুতিরঅংশ হিসেবে ভারতের পররাষ্ট্রসচিব ঢাকা সফর করছেন। বাংলাদেশের স্বাধীনতা দিবস- গত ২৬ মার্চের পর চলতি বছর ভারতের পররাষ্ট্রসচিবের এটি দ্বিতীয় ঢাকা সফর। ওই সময় তিনি বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী এবং স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর অনুষ্ঠানে যোগ দিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সফরসঙ্গী হিসেবে বাংলাদেশ সফর করেছিলেন।