ভারত নিয়ে কটূক্তির কারণেই এবার আলালকে যেতে দেওয়া হলো না দেশটিতে!

ভারত নিয়ে কটূক্তির কারণেই এবার আলালকে যেতে দেওয়া হলো না দেশটিতে!

নিজস্ব প্রতিবেদন, বাঙলা কাগজ : বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলালকে ‘মেডিক্যাল চেকআপের জন্য’ ভারতে যেতে দেওয়া হয় নি। রোববার (১২ জুন) সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে ফেরত পাঠানো হয়।

এ তথ্য জানিয়ে আলাল বলেন, সকাল সাড়ে ৮টার দিকে তিনি বিমানবন্দরে যান। সাড়ে ১০টায় তার ফ্লাইট ছিলো। কিন্তু হাইকোর্টের কাগজপত্র ও চিকিৎসা সংক্রান্ত যাবতীয় কাগজপত্র ‘থাকা সত্ত্বেও’ তাকে যেতে দেওয়া হয় নি। বিমানবন্দর ইমিগ্রেশনে সোয়া দুই ঘণ্টা বসিয়ে রেখে কোনও কারণ না দেখিয়েই তাকে ফেরত পাঠানো হয়।

এর আগে যখন ভারতের বিরুদ্ধে আলালের কটূক্তি সামাজিক যোগাযোগের মাধ্যমে ভাইরাল হয়, তখন তিনি দেশটিতেই চিকিৎসাধীন ছিলেন। অবশ্য তৎক্ষণাৎ বিষয়টির জন্য ক্ষমা প্রার্থনা করেন আলাল।