বসন্তের আবাহন : কালাম আঝাদ

বসন্তের আবাহন : কালাম আঝাদ

সেজে উঠেছে প্রকৃতি আর
গেয়ে উঠেছে মন
নেচে উঠেছে পাখিরা আজ
আজই বসন্তের আবাহন।

বৃক্ষরাজি সুশোভিত আজ
মনমাঝে সবার প্রেম
ধরণী সেজেছে নতুন সাজে
যেনো রাধার প্রেমে শ্যাম।

কলকাকলি আর বাঁশির সুরে
কবির কবিতা চায়
শিল্পীর গানের সুরে সুরে
বসন্ত মেতে যায়।

তরুণীর আজ খোঁপায় ফুল
হাতেও গন্ধা সাজ
তরুণের হাতে গোলাপ ফুল
যেনো মুখ ভরা লাজ।

আজ ঢাকঢোলে মেতেছে সবাই
বসন্তের নাচন উঠে
ফাগুন এসেছে ভোর হলো
সবাই মাতোয়ারা ঠোঁটে।