বিশ্ব মা দিবস আজ।

বিশ্ব মা দিবস আজ।

নিজস্ব প্রতিবেদন, বাঙলা কাগজ : আজ বিশ্ব মা দিবস। পৃথিবীর সবচেয়ে পবিত্র ও মধুর শব্দ হচ্ছে ‘মা’। যাঁর কল্যাণে মানুষ পৃথিবীতে আলোর মুখ দেখতে পায়, তিনিই সেই মমতাময়ী। সেই মমতাময়ী মায়ের স্মরণে প্রতি বছর মে মাসের দ্বিতীয় রোববার ‘বিশ্ব মা দিবস’ পালন করা হয়। তবে বেশিরভাগ মানুষের মতে, কোনও দিনক্ষণ ঠিক করে মাকে ভালোবাসা ও শ্রদ্ধা জানানো যায় না। মায়ের জন্য সন্তানের ভালোবাসা থাকে প্রতিদিনই। ‘মা’ মাত্র এক অক্ষরের একটি শব্দ। এর মধ্যে যে গভীরতা ও ভালোবাসা- তা অন্য আর কোনও শব্দের মধ্যে নেই। ‘মা’ হলো চিরন্তন এক আশ্রয়ের নাম। ‘মা’ শব্দের মধ্যেই লুকিয়ে আছে স্নেহ, মমতা আর অকৃত্রিম ভালোবাসা। জন্মদাত্রী মায়ের কাছ থেকে একজন মানুষ যে নিঃস্বার্থ ভালোবাসা পায়, তা পৃথিবীতে অন্য কারও কাছ থেকে পায় না। এ কারণেই ‘মা’ শব্দটি এতো মধুর। প্রাচীন গ্রিসে বিশ্ব মা দিবস পালন করা হলেও আধুনিককালে এর প্রবর্তন করেন এক মার্কিন নারী। ১৯০৫ সালে যুক্তরাষ্ট্রের আনা জারভিস নামের এক নারী মারা গেলে তাঁর মেয়ে আনা মারিয়া রিভস জারভিস মায়ের কাজকে স্মরণীয় করে রাখার উদ্যোগ নেন। ওই বছরই মারিয়া তাঁর সান ডে স্কুলে প্রথম মাতৃদিবস পালন করা শুরু করেন। এরপর ১৯১৪ সালের ৮ মে মার্কিন কংগ্রেস মে মাসের দ্বিতীয় রোববারকে ‘মা’ দিবস হিসেবে ঘোষণা করে। এভাবেই ‘মা’ দিবস পালনের যাত্রা শুরু হয়। এরই ধারাবাহিকতায় এখন বাংলাদেশসহ অস্ট্রেলিয়া, ব্রাজিল, কানাডা, চীন, রাশিয়া ও জার্মানিসহ বিশ্বব্যাপী দিবসটি পালিত হয়। গত কয়েক বছরের ধারাবাহিকতায় এবারও দিবসটি উপলক্ষে বাংলাদেশের সন্তানেরা তাঁদের মাকে ফুল, চকোলেট, শাড়ি ও বইসহ নানান কিছু উপহার দেন। মায়ের জন্য দেন বুকভরা ভালোবাসা। অনেকেই মাকে নিয়ে আজ ঘুরতে বের হবেন। এ ছাড়া, সামাজিক যোগাযোগের মাধ্যমে মাকে নিয়ে সুন্দর পোস্ট দেবেন।