বিশ্ব গণমাধ্যমে সীতাকুণ্ড বিস্ফোরণের খবর।

বিশ্ব গণমাধ্যমে সীতাকুণ্ড বিস্ফোরণের খবর।

নিজস্ব প্রতিবেদন, বাঙলা কাগজ : চট্টগ্রামের সীতাকুণ্ডের বিএম কন্টেইনার ডিপোতে ভয়াবহ আগুন ও বিস্ফোরণের ঘটনা আন্তর্জাতিক গণমাধ্যমে বড় আকারে প্রকাশিত হয়েছে। এক্ষেত্রে এ ঘটনা রয়টার্স, এপি, বিবিসি, দ্য গার্ডিয়ান, প্রেসটিভি, এনডিটিভি ও ডেইলি মেইলসহ প্রধান প্রধান আন্তর্জাতিক বার্তাসংস্থা ও সংবাদমাধ্যমে প্রকাশ পেয়েছে।

দুর্ঘটনার পর থেকেই আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমে এ ঘটনার তাৎক্ষণিক খবরও প্রচার করা হয়। 

শনিবার (৪ জুন) রাতে বিএম ডিপোতে অগ্নিকাণ্ডের পর রাত সাড়ে ১০টার দিকে বিস্ফোরণের ঘটনা ঘটলে তা দ্রুত ছড়িয়ে পড়ে।

বিবিসি’র প্রতিবেদনে বলা হয়েছে, সীতাকুণ্ড শহরের একটি কন্টেইনার স্টোরেজে আগুন নেভানোর জন্য দমকল কর্মীদের ডাকার পর সেখানে বিস্ফোরণ ঘটে। স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনে ডিপোর কিছু কন্টেইনারে রাসায়নিক পদার্থ মজুদ ছিলো বলে জানানো হয়েছে। আর এর জেরেই বিস্ফোরণ ঘটেছে বলেই ধারণা করা হচ্ছে।

রয়টার্স বলেছে, আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় মৃতের সংখ্যা বাড়তে পারে বলেই জানিয়েছেন চট্টগ্রামের সিভিল সার্জন ইলিয়াস হোসেন। আহতদের মধ্যে দমকলকর্মী ও পুলিশ সদস্য রয়েছেন। পরিস্থিতি মোকাবিলায় সহায়তা করার জন্য জেলার সকল চিকিৎসকের প্রতি আহ্বান জানানোর পাশাপাশি আহতদের জন্য জরুরি ভিত্তিতে রক্তদানের অনুরোধ জানিয়েছেন তিনি।

একই ধরনের সংবাদ প্রকাশ করেছে বার্তাসংস্থা এএফপি, অ্যাসোসিয়েটেড প্রেস (এপি), ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান, ডেইলি মেইল, ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি, টাইমস অব ইন্ডিয়া, দ্য হিন্দু, সংযুক্ত আরব আমিরাত (ইউএই)-ভিত্তিক সংবাদমাধ্যম খালিজ টাইমস, গালফ নিউজ, ফরাসি সংবাদমাধ্যম ফ্রান্স২৪সহ আরও অনেক গণমাধ্যম।