ব্রিটিশ প্রধানমন্ত্রী হওয়ার প্রতিযোগিতায় আরও এগিয়ে গেলেন ঋষি।

ব্রিটিশ প্রধানমন্ত্রী হওয়ার প্রতিযোগিতায় আরও এগিয়ে গেলেন ঋষি।

নিজস্ব প্রতিবেদন, বাঙলা কাগজ : ব্রিটেনের পরবর্তী প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে আরও এক ধাপ এগিয়ে গেছেন ভারতীয় বংশোদ্ভুত ঋষি সুনাক। সর্বশেষ চতুর্থ দফার ভোটেও এই রাজনীতিক সবচেয়ে বেশি ভোট পেয়েছেন। ঋষি ক্ষমতাসীন কনজারভেটিভ পার্টির পরবর্তী নেতা।

এদিকে প্রধানমন্ত্রী হওয়ার প্রতিযোগিতা থেকে বাদ পড়েছেন বিদ্রোহী সংসদ সদস্য কেমি বাডেনোচ। ফলে লড়াইয়ে আছেন এখনও ৩ জন। ব্রিটিশ গণমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

চতুর্থ দফায় নিজের দলের ১১৮ জন আইনসভা সদস্যের ভোট পেয়েছেন ঋষি। চূড়ান্ত প্রার্থী হতে হলে তাঁর দরকার নিজের দলের ১২০ জন আইনসভা সদস্যের সমর্থন। অর্থাৎ পার্লামেন্টে কনজারভেটিভ পার্টির যতোজন এমপি রয়েছেন, তাঁদের এক তৃতীয়াংশের সমর্থন।

তৃতীয় দফার ভোটে আইনসভার ১১৫ জন সদস্য সুনাককে ভোট দিয়েছিলেন। সেখান থেকে চতুর্থ দফায় তাঁর ভোট বেড়েছে। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বাণিজ্যমন্ত্রী পেনি মর্ডান্ট পেয়েছেন ৯২ ভোট। পররাষ্ট্র সচিব লিজ ট্রাস পেয়েছিলেন ৮৬ ভোট।