বীর মুক্তিযোদ্ধার ইন্তেকাল : রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

বীর মুক্তিযোদ্ধার ইন্তেকাল : রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

বাসস : বাংলাদেশ কৃষি ব্যাংকের অবসরপ্রাপ্ত কর্মকর্তা, বিশিষ্ট লেখক ও কবি বীর মুক্তিযোদ্ধা মো. হাবিবুল্লাহ আর নেই। শুক্রবার (৬ জানুয়ারি) সন্ধ্যায় তিনি রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন (ইন্নালিল্লাহি.... রাজিউন)। তাঁর বয়স হয়েছিলো ৬৮ বছর।

বার্ধক্যজনিত অসুস্থতা নিয়ে তিনি বেশ কিছুদিন ধরে কাকরাইল ইসলামী ব্যাংক হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। তিনি স্ত্রী, দুই ছেলে, এক মেয়ে, নাতি-নাতনিসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

আজ শনিবার (৭ জানুয়ারি) বাদ ফজর দনিয়া মসজিদে প্রথম নামাজে জানাজা ও বাদ জোহর নারায়ণগঞ্জের আড়াইহাজারে চৈতনকান্দা গ্রামের জামে মসজিদে নামাজে জানাজ শেষে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় তাঁকে পারিবারিক কবরস্থানে সমাহিত করা হয়েছে।

বীর মুক্তিযোদ্ধা হাবিবুল্লাহ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের জ্যেষ্ঠ সেকশন কর্মকর্তা এবং সাবেক ছাত্রলীগ নেতা আরেফিন কাউসারের পিতা। 

হাবিবুল্লাহর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন সংসদ সদস্য নজরুল ইসলাম বাবু, আমরা মুক্তিযোদ্ধা সন্তান কেন্দ্রীয় কমিটির সভাপতি সাজ্জাদ হোসেন, প্রেসিডিয়াম সদস্য জোবায়দা হক অজন্তা, সাধারণ সম্পাদক রাশিদুজ্জামান শাহিন, যুগ্ম সাধারণ সম্পাদক আল-আমিন মৃদুল ও সৈয়দ দিদারুল ইসলাম। তাঁরা মরহুমের আত্মার মাগফেরাত কামনা করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন।