ব্যাংক ম্যানেজার নিজামের কাছে কী জানতে চেয়েছিলো কুকিচিন

ব্যাংক ম্যানেজার নিজামের কাছে কী জানতে চেয়েছিলো কুকিচিন

নিজস্ব প্রতিবেদন, বাঙলার কাগজ : সোনালী ব্যাংকের রুমা শাখার ম্যানেজার নিজাম উদ্দিনকে অপহরণের পর গহীন পাহাড়ে নিজেদের গোপন আস্তানায় নিয়ে গিয়েছিলো কুকিচিন। র‍্যাবের মধ্যস্থতায় বৃহস্পতিবার (৪ এপ্রিল) সন্ধ্যায় তাঁকে উদ্ধার করা হয়।

অপহরণের পর নিজাম কীভাবে ৪৭ ঘণ্টা কাটিয়েছেন, তা খুঁজতে গিয়ে কুকিচিন সম্পর্কে চমকপ্রদ অনেক তথ্য বেরিয়ে এসেছে বলে জানা গেছে।

মঙ্গলবার (২ এপ্রিল) রাত ৮টার দিকে বান্দরবানের রুমা উপজেলা প্রশাসন কমপ্লেক্স ভবনে হামলা চালিয়ে সোনালী ব্যাংক থেকে অস্ত্র লুট করে কুকিচিনের সশস্ত্র সন্ত্রাসীরা। এ সময় তারা ব্যাংকের ম্যানেজার নিজাম উদ্দিনকে অপহরণ করে নিয়ে যায়।

অপহরণের পর কুকিচিনের সন্ত্রাসীরা নিজাম উদ্দিনের কাছে জানতে চায়, তার ব্যাংকের ভল্টে কতো টাকা ছিলো।

এর আগে অপহরণের পর নিজামকে রাতে পাহাড়ি পথে ২ ঘণ্টা হাঁটিয়ে কুকিচিনের আস্তানায় নেওয়া হয়। পথ চলার জন্য তাঁকে একটি বাটন ফোন দেওয়া হয়েছিলো বলে জানা গেছে।

সিসি ক্যামেরার ফুটেজ ও গোয়েন্দা তথ্য বিশ্লেষণে উঠে এসেছে, কুকিচিন তাদের অস্ত্রের মজুত বাড়িয়েছে। তাদের সশস্ত্র শাখারও শক্তি বৃদ্ধি করেছে। কয়েকটি গ্রুপে ভাগ হয়ে তারা ধারাবাহিকভাবে হামলা করছে।

সংগঠনটির সশস্ত্র শাখাকে চিহ্নিত করার জন্য একাধিক টিম গঠন করেছে পুলিশ। তবে শুক্রবার পর্যন্ত কুকিচিনের কেউ আটক হয় নি।