বাঙলার কাগজ’র সম্পাদকের মোবাইল ছিনতাই, থানায় জিডি

বাঙলার কাগজ’র সম্পাদকের মোবাইল ছিনতাই, থানায় জিডি

নিজস্ব প্রতিবেদন, বাঙলার কাগজ : বাঙলার কাগজ’র সম্পাদক ও প্রকাশক কালাম আঝাদের (আবুল কালাম আজাদ) মুঠোফোন ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এ ঘটনায় তিনি মঙ্গলবার (১৯ ডিসেম্বর) কুমিল্লা কোতয়ালী মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন। ঘটনাটি তিনি কোতয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ (ওসি) সংশ্লিষ্টদের অবহিত করেছেন। তাঁরা মুঠোফোনটি উদ্ধার করে দেওয়ার ব্যাপারে বাঙলার কাগজ সম্পাদককে আশ্বস্ত করেছেন।

বাঙলার কাগজ’র সম্পাদক ও প্রকাশক বলেন, কুমিল্লার সুজানগর পানিরট্যাঙ্কি এলাকা থেকে আমার মোবাইলটি ছিনতাই হয়েছে। খোঁজ নিয়ে জানা গেছে, ওই এলাকায় এমন ছিনতাইকারী চক্র রয়েছে; যারা বাংলাদেশ থেকে বেশকিছু মোবাইল ছিনতাই করে ভারতে চলে যায়; আবার ভারত থেকে বেশকিছু মোবাইল ছিনতাই করে বাংলাদেশে চলে আসে। তাই এ চক্রটিকে গ্রেপ্তারের প্রয়োজন রয়েছে।

সম্পাদক ও প্রকাশক আরও বলেন, আমি গত ৬ ডিসেম্বর (বুধবার) সুজানগর (আটিখোলা) পানিরট্যাঙ্কি এলাকায় হিন্দু বাড়ির নিমন্ত্রণে একটি বিয়েতে যাই। ওই বিয়ে থেকে আমার চান্দিনার বাসায় ফেরার পথে (রাত আনুমানিক ১২টা) দীঘির কাছাকাছি পৌঁছালে ২/৩ জন ছিনতাইকারী আমার হাতে থাকা মোবাইল ফোনটি ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। তখন বিয়ে বাড়িতে অধিকাংশ লোক থাকায় দীঘির কাছাকাছি মানুষজনের উপস্থিতি কম ছিলো। আমার মোবাইল ফোনটি হচ্ছে : OPPO A53 (CPH2131), S/N: f43... IMEI 1: 860178... এবং IMEI 2: 8601780... আমার মোবাইল ছিনতাই হওয়ার পরদিন আমি সুজানগর এলাকায় গিয়ে মোবাইলটি উদ্ধারের চেষ্টা চালাই। কারণ প্রাথমিকভাবে আমি আমার আইএমইআই নম্বরগুলো খুঁজে পাই নি। যখন আমি আমার মোবাইল খোঁজার জন্য পানিরট্যাঙ্কি এলাকায় যাই, তখন শান্ত নামে একজন (পরে তার মোবাইল নম্বর আমি বের করেছি, মোবাইল নম্বর : 01932788507) আমাকে হুমকি দিয়ে বলে ওই এলাকায় আর না যাওয়ার জন্য এবং গেলে উল্টো সাক্ষী তৈরি করে আমাকে ফাঁসিয়ে দেওয়া হবে। আমি মনে করি, পুলিশ আমার মোবাইলটি ট্র্যাক করে বড় ধরনের ছিনতাইকারী চক্রের সন্ধান পাবে।

বাঙলার কাগজ সম্পাদকের মুঠোফোন ছিনতাইয়ের ঘটনায় ১৯ ডিসেম্বর করা সাধারণ ডায়েরির নম্বর হচ্ছে : ১৪৪৫।

বাঙলার কাগজ’র সম্পাদক ও প্রকাশক বলেন, বর্তমানে পুলিশ অনেক কাজ করছে। এরই অংশ হিসেবে তাঁরা অনেক মোবাইল উদ্ধার করে দিচ্ছে। আমি অবশ্যই আশাবাদী, তাঁরা আমার মোবাইলটিও উদ্ধার করে দিতে পারবে।