বঙ্গমাতার জন্মদিনে হানিফ খোকনের শুভেচ্ছা
নিজস্ব প্রতিবেদন, বাঙলার কাগজ ও ডন : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিনী শেখ ফজিলাতুন্নেছা মুজিবের ৯৩তম জন্মবার্ষিকী আজ মঙ্গলবার (৮ আগস্ট)। ১৯৩০ সালের এইদিনে তিনি গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জন্মগ্রহণ করেন।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শিক্ষাজীবন এবং রাজনৈতিক জীবনে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের অবদান ছিলো অনস্বীকার্য। বিএ পরীক্ষার আগে একসঙ্গে থেকে বঙ্গবন্ধুকে প্রেরণা দিয়েছেন বঙ্গমাতা। পাশাপাশি বঙ্গবন্ধুর রাজনৈতিক জীবনে বঙ্গমাতা ছিলেন ছায়ার মতো। বঙ্গমাতা তাঁর জীবনে অনেক ত্যাগ স্বীকার করেছেন। বঙ্গবন্ধুর ১৪ বছর জেলে থাকার সময়টা ত্যাগ করেছেন বঙ্গমাতা। এমন নারী সাধারণত দেখা যায় না। তাঁর অবদান ইতিহাসের স্বর্ণাক্ষরে লেখা থাকবে।
বঙ্গমাতার জন্মদিন উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক লীগের সভাপতি মোহাম্মদ হানিফ খোকন।
এ উপলক্ষে তিনি একটি সুন্দর পোস্টার প্রকাশ করেছেন।
আমরা পাঠকদের উদ্দেশে তাঁর এই পোস্টারটি তুলে ধরলাম।