বঙ্গমাতার জন্মদিন সোমবার ও শেখ কামালের শুক্রবার। উদ্‌যাপনের সিদ্ধান্ত।

বঙ্গমাতার জন্মদিন সোমবার ও শেখ কামালের শুক্রবার। উদ্‌যাপনের সিদ্ধান্ত।

নিজস্ব প্রতিবেদন, বাঙলা কাগজ : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিনী বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের জন্মদিন ৮ আগস্ট (সোমবার) এবং তাঁদের ছেলে বীর মুক্তিযোদ্ধা শহিদ ক্যাপ্টেন শেখ কামালের জন্মদিন ৫ আগস্ট (শুক্রবার)।

শেখ ফজিলাতুন্নেছা মুজিব ১৯৩০ সালের ৮ আগস্ট জন্মগ্রহণ করেছিলেন। 

বেঁচে থাকলে এখন তাঁর বয়স হতো ৯০ বছর। 

আর শুক্রবার শহিদ ক্যাপ্টেন শেখ কামালের বয়স হতো ৭৩ বছর।

বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিব এবং শেখ কামালের জন্মদিন উপলক্ষে পৃথক কর্মসূচি গ্রহণ করেছে বাংলাদেশ আওয়ামী লীগ, এর সহযোগী সংগঠন এবং বিভিন্ন প্রতিষ্ঠান।

বঙ্গমাতার জন্মদিনে কর্মসূচি রয়েছে বাংলাদেশ আওয়ামী যুবলীগের। দিনব্যাপী ও দেশজুড়ে তাঁরা এদিন নানান কর্মসূচি উদ্‌যাপন ও পালন করবে।

আর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের জ্যেষ্ঠপুত্র এবং বাংলাদেশের আধুনিক ক্রীড়া ও সাংস্কৃতিক আন্দোলনের পথিকৃৎ মুক্তিযোদ্ধা শহিদ ক্যাপ্টেন শেখ কামালের জন্মবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালন করবে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন (বিওএ)। 

এ উপলক্ষে বিওএ’র নেওয়া কর্মসূচির মধ্যে রয়েছে শেখ কামালের প্রতিকৃতিতে ও সমাধিতে পুস্পস্তবক অর্পণ, স্মরণ সভা ও দোয়া মাহফিল।

শুক্রবার সকাল সাড়ে ৭টায় শেখ কামালের প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ করবেন বিওএ’র কর্মকর্তা ও ক্রীড়াবিদেরা। 

সকাল সাড়ে ৮টায় পুস্পস্তবক অর্পণ করা হবে মরহুমের বনানীর সমাধিতে।

আর বিকেল ৫টায় অলিম্পিক ভবনের নিচতলায় মিডিয়া সেন্টারে আয়োজিত হবে স্মরণ সভা ও দোয়া মাহফিল।