বঙ্গবন্ধু হত্যায় কলকাঠি নেড়েছে কারা, উদ্‌ঘাটন হওয়া উচিত : প্রধান বিচারপতি।

বঙ্গবন্ধু হত্যায় কলকাঠি নেড়েছে কারা, উদ্‌ঘাটন হওয়া উচিত : প্রধান বিচারপতি।

নিজস্ব প্রতিবেদন, বাঙলা কাগজ : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যার পেছনে যারা কলকাঠি নেড়েছে, তাদের পরিচয় উদ্‌ঘাটন হওয়া উচিত বলে মন্তব্য করেছেন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী।

বৃহস্পতিবার (১১ আগস্ট) সুপ্রিম কোর্ট মিলনায়তনে এক অনুষ্ঠানে তিনি বলেন, বঙ্গবন্ধুকে সামনে থেকে যারা গুলি করেছেন, তারা স্বীকার করেছেন যে, আমরা খুন করেছি। প্রশ্ন হচ্ছে, বঙ্গবন্ধুকে হত্যা শুধু কী তারাই করেছেন? নাকি অনেক বড় চক্র, যেটা এখনও উদ্‌ঘাটন হয় নি। এটা উদ্‌ঘাটন হওয়া উচিত যে, এর পেছনে কলকাঠি কারা নেড়েছে।

বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী বলেন, আমরা বঙ্গবন্ধুকে হারিয়েছি ১৯৭৫ সালে। বঙ্গবন্ধু ১৯৭২ সালে ফিরে এসে খুব গর্ব করে বলেছিলেন, ‘সপ্ত কোটি সন্তানেরা... মানুষ করো নি- কবিগুরুর এ বাণী আজ মিথ্যা প্রমাণিত হয়েছে। বাঙালিরা আজ মানুষ হয়েছে।’ বাঙালি কী আসলেই মানুষ হয়েছে? পঁচাত্তরের ঘটনায় কী মনে হয়, বাঙালি মানুষ হয়েছে? কারণ বঙ্গবন্ধুকে যারা গুলি করেছে তারা বাঙালি!

বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার ঘটনা উদ্‌ঘাটনে একটি কমিশন গঠন করা উচিত বলে মনে করেন আপিল বিভাগের বিচারপতি মো. নূরুজ্জামান ও বিচারপতি ওবায়দুল হাসান।

বিচারপতি নুরুজ্জামান বলেন, আমরা এমনিও জানি কারা ষড়যন্ত্রকারী, কারা কী করেছে। একবারে জানি না সেই কথা নয়। যদি কমিশন হয়, তথ্য-প্রমাণ দ্বারা প্রমাণিত হয়, তাহলে তা ইতিহাস হয়ে থাকবে।

বিচারপতি ওবায়দুল হাসান বলেন, একটি কমিশন হওয়া উচিত। কারা এই ঘটনার সঙ্গে জড়িত ছিলো। দেশীয় ও আন্তর্জাতিকভাবে কারা সম্পৃক্ত ছিলো। একটি কমিশনের মাধ্যমে এটি উদ্‌ঘাটিত না হলে আগামী প্রজন্ম জানতে পারবে না যে কী ঘটনাটি সেদিন ঘটেছিলো।