বিএনপির গণসমাবেশের আগে ঢাকায় চলাচলে যুক্তরাজ্যের সতর্কতা জারি

বিএনপির গণসমাবেশের আগে ঢাকায় চলাচলে যুক্তরাজ্যের সতর্কতা জারি

নিজস্ব প্রতিবেদন, বাঙলার কাগজ ও ডন : আগামী ১০ ডিসেম্বর রাজধানীতে গণসমাবেশ করতে যাচ্ছে বিএনপির নেতাকর্মীরা। এই সমাবেশ ঘিরে দেশের রাজনীতির মাঠ এখন উত্তাপ। ওই দিন ঢাকায় আসলে কী হতে যাচ্ছে, তা নিয়ে সাধারণ মানুষ উৎকণ্ঠায় রয়েছেন।

বিএনপির ওই গণসমাবেশকে সামনে রেখে বাংলাদেশে অবস্থান করা নাগরিকদের চলাচলের জন্য সতর্কতা জারি করেছে যুক্তরাজ্য। মঙ্গলবার (৬ ডিসেম্বর) দেশটির ভ্রমণ পরামর্শবিষয়ক ওয়েবসাইটে এ সতর্কতার কথা জানানো হয়।

এতে বলা হয়, আগামী ১০ ডিসেম্বর ঢাকায় সমাবেশ ঘিরে শহরের চারপাশে পরিবহন, যোগাযোগ নেটওয়ার্ক এবং চলাচলে ব্যাঘাত হতে পারে। সমাবেশের কারণে সংঘর্ষ-সংঘাতও হতে পারে, এর মধ্যে আইনশৃঙ্খলা বাহিনীও থাকতে পারে। 

ভ্রমণ সতর্কতায় আরও বলা হয়, আগামী ১০ ডিসেম্বর ঘিরে বর্তমানে আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতিও সম্ভবত বেড়েছে। এ নিয়ে বাংলাদেশে অবস্থানরত ব্রিটিশ নাগরিকদের বড় ধরনের জমায়েতসহ রাজনৈতিক র‍্যালি এড়িয়ে চলার আহ্বান জানানো হয়েছে।

উল্লেখ্য, আগামী ১০ ডিসেম্বর ঢাকায় গণসমাবেশ করবে বিএনপি। এজন্য তাঁরা নিজেদের দলীয় কার্যালয় নয়াপল্টনের সামনেই সমাবেশ করতে চায়। তবে ডিএমপির আপত্তির মুখে আরও দুটি বিকল্প ভেন্যুর প্রস্তাব দেওয়া হয়েছে। যদিও ডিএমপির পক্ষ থেকে সে বিষয়ে সাড়া দেওয়া হয় নি।

আজ ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপকমিশনার (ডিসি) ফারুক হোসেন বলেন, ‘রাস্তা বাদ দিয়ে বিএনপি যদি উন্মুক্ত মাঠ খোঁজে, তাহলে টঙ্গী বিশ্ব ইজতেমার মাঠ অথবা পূর্বাচলে আন্তর্জাতিক বাণিজ্য মেলার মাঠেও সমাবেশ করতে পারে। সেখানে গেলে ডিএমপির পক্ষ থেকে কোনও আপত্তি থাকবে না।’