ক্ষতিগ্রস্ত সংখ্যালঘুদের চেক হস্তান্তরে তথ্যমন্ত্রী : বিএনপি সাম্প্রদায়িক অপশক্তির প্রধান পৃষ্ঠপোষক।

ক্ষতিগ্রস্ত সংখ্যালঘুদের চেক হস্তান্তরে তথ্যমন্ত্রী : বিএনপি সাম্প্রদায়িক অপশক্তির প্রধান পৃষ্ঠপোষক।

নিজস্ব প্রতিবেদন, বাঙলা কাগজ : ‘বিএনপি সাম্প্রদায়িক অপশক্তির প্রধান পৃষ্ঠপোষক’ বলেই মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী এবং বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ড. হাছান মাহ্‌মুদ। শুক্রবার (২২ জুলাই) দুপুরে চট্টগ্রাম সার্কিট হাউসে ২০০৩ সালে বাঁশখালীর সাধনপুরে সংখ্যালঘু পরিবারের ১১ জনকে পুড়িয়ে হত্যার ঘটনায় বেঁচে যাওয়া ৩ জনের মাঝে প্রধানমন্ত্রীর ৪৫ লাখ টাকার চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

জেলা প্রশাসনের আয়োজনে এ সময় সীতাকুণ্ডে বি এম কনটেইনার ডিপোতে অগ্নিদুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবার এবং যুব সংগঠনকে যুবকল্যাণ তহবিলের অনুদানের চেকও বিতরণ করা হয়। 

অনুষ্ঠানে তথ্যমন্ত্রী ড. হাছান মাহ্‌মুদ বলেন, ‘বাংলাদেশে সাম্প্রদায়িক অপশক্তির প্রধান পৃষ্ঠপোষক হচ্ছে বিএনপি। সাম্প্রদায়িকতাকে সমূলে বিনাশ করতে হলে এই সাম্প্রদায়িক অপশক্তিকে যারা আশ্রয়-প্রশ্রয় দেয়, সাম্প্রদায়িকতা নিয়ে যারা রাজনীতি করে, তাদের চিরতরে বর্জন করতে হবে।’ 

জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাঁশখালী আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান, চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন, চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান। 

চেক বিতরণ অনুষ্ঠান ছাড়া আরও দুটি কর্মসূচিতে অংশ নেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহ্‌মুদ। এর একটি হচ্ছে বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম কেন্দ্রে মাল্টিপারপাস ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী, সাধারণ সম্পাদক সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দীন, সিটি মেয়র রেজাউল করিম চৌধুরী, জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমান, বিটিভি চট্টগ্রাম কেন্দ্রের মহাব্যবস্থাপক (জিএম) মাহফুজা আক্তার প্রমুখ।