পহেলা বৈশাখে বেড়াতে গেলে হাতের কাছেই রাখুন জরুরি ফোন নম্বর।

পহেলা বৈশাখে বেড়াতে গেলে হাতের কাছেই রাখুন জরুরি ফোন নম্বর।

নিজস্ব প্রতিবেদন, বাঙলা কাগজ : রাত পোহালেই বাংলা নববর্ষের প্রথমদিন। আর শুভ নববর্ষ উপলক্ষে রাজধানীর রমনা পার্ক, সোহরাওয়ার্দী উদ্যান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি, ধানমন্ডি রবীন্দ্র সরোবর ও হাতিরঝিল এলাকায় বিভিন্ন সংগঠন দিনব্যাপী অনুষ্ঠান করবে। বাংলা বছরের প্রথম দিনটি বরণ করে নিতে নানান সাজে বাঙালিরা বেড়াতে বের হন এইদিনে। হাসি আনন্দে কাটিয়ে দেন সারাটাদিন। এ দিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত উল্লেখিত স্থানগুলোতে লাখো মানুষের সমাগম হয়। ফলে সর্তকতা অবলম্বন করা সত্ত্বেও কোনও অনাকাঙ্ক্ষিত সমস্যায় পড়লে পুলিশের সহযোগিতা প্রয়োজন হলে রমনা পার্ক, সোহরাওয়ার্দী উদ্যান, রবীন্দ্র সরোবর ও হাতিরঝিল এলাকায় অবস্থিত সাব-কন্ট্রোলরুম, কেন্দ্রীয় পুলিশ কন্ট্রোলরুম, রমনা, শাহবাগ, ধানমন্ডি ও হাতিরঝিল থানার নিচের নম্বরগুলোর মাধ্যমে যোগাযোগ করুন। জরুরি ফোন নম্বরগুলো : ১. পুলিশ কন্ট্রোলরুম : ২২৩৩৮১১৮৮, ০১৩২০-০৩৭৮৪৫, ডিএমপি ফোন নম্বর : ২১৬০০/২১৭৭৭ ২. ডিবি কন্ট্রোলরুম : ০২-৫৫১৩৮২০৩, ০১৩২০-০৪৫৬৬১ ৩. ট্রাফিক কন্ট্রোলরুম : ০২-২২৩৩৫৫৫০১, ০১৭১১-০০০৯৯০ ৪. পুলিশ সাব-কন্ট্রোলরুম (রমনা পার্ক) : ২৩২৪৮ (ডিএমপি), ০২-৯৬১১০০৫ (অনুষ্ঠানকালীন) ৫. পুলিশ সাব-কন্ট্রোলরুম (সোহরাওয়ার্দী উদ্যান) : ২৩২৪৯ (ডিএমপি), ০২-৯৬৬২০৩৯ (অনুষ্ঠানকালীন) ৬. রমনা থানা : ০১৩২০-০৩৯৪৯২, ০১৩২০-০৩৯৪৯৯, ০২-৪৯৩৫০৪৬৮ (ডিউটি অফিসার) ৭. শাহবাগ থানা : ০১৩২০-০৩৯৫২০, ০১৩২০-০৩৯৫২৭, ০২-৯৬৭৬৬৯৯ (ডিউটি অফিসার) ৮. ধানমন্ডি থানা : ০১৩২০-০৩৯৫৪৮, ০১৩২০-০৩৯৫৫৫, ০২-৫৮৬১৬০৮৬ (ডিউটি অফিসার) ৯. হাতিরঝিল থানা : ০১৩২০-০৪০৯৪২, ০১৩২০-০৪০৯৪৯, ৪৮৩২১৮০১ (ডিউটি অফিসার) আর জাতীয় জরুরি সেবা ৯৯৯ তো থাকছেই। অনুষ্ঠানস্থলে আসার পূর্বেই ঠিক করে রাখুন ভিড়ের মধ্যে হারিয়ে গেলে কোথায় পুনরায় মিলিত হবেন। ভিড়ের মাঝে নিজের দামি মোবাইল বা ল্যাপটপ সম্পর্কে সর্তক থাকুন। বাচ্চাদের হাত একটুর জন্য হলেও ছাড়বেন না। বিপাক এড়াতে আপনার সঙ্গে থাকা শিশুর পকেটে চিরকুটে আপনার বাসার ঠিকানা ও প্রয়োজনীয় মোবাইল নম্বর লিখে রাখুন এবং হারিয়ে গেলে সাব-কন্ট্রোলরুমে স্থাপিত ‘লস্ট অ্যান্ড ফাউন্ড সেন্টার’ বা নিকটস্থ থানায় যোগাযোগ করুন। সন্দেহজনক কোনও ব্যক্তি বা বস্তু পরিলক্ষিত হলে তাৎক্ষণিক নিকটস্থ পুলিশকে অবহিত করুন।