প্রায় ৪ বছর পর কর্মী গেলো মালয়েশিয়ায়।
নিজস্ব প্রতিবেদন, বাঙলা কাগজ : প্রায় ৪ বছর বন্ধ থাকার পর সরকারি ব্যবস্থাপনায় আবারও মালয়েশিয়ায় কর্মী পাঠানো শুরু করেছে বাংলাদেশ। প্রথম দফায় ৫৩ জন কর্মী গেছে দক্ষিণ-পূর্ব এশিয়ার এ দেশে।
সোমবার (৮ আগস্ট) রাত পৌনে ১১টার দিকে ওই কর্মীদের নিয়ে একটি ফ্লাইট ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মালয়েশিয়ার উদ্দেশে ছেড়ে যায়। তাঁরা ইতোমধ্যে মালয়েশিয়ায় পৌঁছেছেন।
বাংলাদেশি কর্মীদের মালয়েশিয়ায় যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছে জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো (বিএমইটি)।
বিএমইটি’র মহাপরিচালক শহীদুল আলম বলেন, ক্যাথারসিস ইন্টারন্যাশনাল নামক রিক্রুটিং এজেন্সির মাধ্যমে মালয়েশিয়ার জিমাত জায়া এসডিএন কোম্পানিতে কাজে গেছেন এই কর্মীরা। ওই কোম্পানিতে নিয়োগ পাওয়া ১১০ জনের মধ্যে প্রথম দফায় ৫৩ জন মালয়েশিয়ায় গেলেন।