প্রেসক্লাবে শরীরে আগুন দিয়ে আত্মহত্যার চেষ্টা এক ব্যবসায়ীর!

প্রেসক্লাবে শরীরে আগুন দিয়ে আত্মহত্যার চেষ্টা এক ব্যবসায়ীর!

নিজস্ব প্রতিবেদন, বাঙলা কাগজ : জাতীয় প্রেসক্লাবে নিজের শরীরে আগুন দিয়ে আত্মহত্যার চেষ্টা করেছেন এক ব্যবসায়ী। তাঁর নাম আনিসুর রহমান (গাজী আনিস)। সোমবার (৪ জুলাই) বিকেল পাঁচটার দিকে এ ঘটনা ঘটে। দগ্ধ অবস্থায় তাঁকে উদ্ধার করে শাহবাগ থানা পুলিশ শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করেছে।

পাওনা টাকা না পেয়ে তিনি শরীরে আগুন দিয়েছেন বলে আত্মহত্যার চেষ্টাকারী ব্যবসায়ীর এক বন্ধু জানিয়েছেন। 

গাজী আনিস কুষ্টিয়ার কুমারখালী উপজেলার পান্টি গ্রামের বাসিন্দা। তিনি ঠিকাদারির ব্যবসা করেন বলে জানা গেছে।

পুলিশের রমনা বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার হারুন অর রশিদ বাঙলা কাগজ ও ডনকে বলেন, ‘জাতীয় প্রেসক্লাবের ভেতরে এক ব্যক্তি গায়ে আগুন দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন, পুলিশ তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়েছে। তবে কী কারণে তিনি আত্মহত্যার চেষ্টা করেছেন, তা আমরা এখনো জানতে পারি নি।’

হাসপাতলে মোহাম্মদ আলী নামের গাজী আনিসের এক বন্ধু বলেন, হেনোলাক্স কোম্পানির কাছে ১ কোটি ২৬ লাখ টাকা পাবেন তিনি। কিন্তু কোম্পানি পাওনা টাকা দিচ্ছে না। এ নিয়ে এর আগে মানববন্ধন করেছেন তিনি, কিন্তু কোনও লাভ হয় নি। আজ গায়ে আগুন দিয়েছেন।