পার্বত্য বেসরকারি প্রাথমিক শিক্ষক সমিতির মানববন্ধন ও স্মারকলিপি পেশ

পার্বত্য বেসরকারি প্রাথমিক শিক্ষক সমিতির মানববন্ধন ও স্মারকলিপি পেশ

নিজস্ব প্রতিবেদক, বাঙলার কাগজ; এস চাঙমা সত্যজিৎ, খাগড়াছড়ি : খাগড়াছড়ি প্রেসক্লাব প্রাঙ্গণে মানববন্ধন শেষে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বরাবর স্মারকলিপি দিয়েছে পার্বত্য জেলা বেসরকারি প্রাথমিক শিক্ষক সমিতি। তিন পার্বত্য জেলার ২৯২টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয় ও কর্মরত শিক্ষকদের বিশেষ বিবেচনায় জাতীয়করণের দাবিতে বুধবার (২১ জুন) আয়োজিত মানববন্ধনে সংহতি জানিয়ে বক্তব্য দেন জ্যেষ্ঠ সাংবাদিক অ্যাডভোকেট জসিমউদ্দিন মজুমদার, বাংলাদেশ প্রেসক্লাব খাগড়াছড়ি জেলা শাখার সাংগঠনিক সদস্য সুজন বড়ুয়া, খাগড়াছড়ি রিপোর্টার্স ইউনিটির সভাপতি চাইথোয়াই মারমা।

আয়োজিত মানববন্ধনে শিক্ষক নেতারা দাবি করে বলেন, সরকার এক হাজারটি নতুন প্রাথমিক বিদ্যালয় স্থাপনের জন্য প্রকল্প গ্রহণ করেছে। এদিকে আমরা তিন পার্বত্য জেলায় ২৯২টি বিদ্যালয়ের মাধ্যমে ৩ লক্ষাধিক শিক্ষার্থীকে বিনা বেতনে ১০ থেকে ১৫ বছর যাবত পাঠদান করে আসছি। আমাদের কারও সরকারি চাকুরিতে আবেদন করার বয়স নাই। তাই মানবিক বিবেচনায় সম সংখ্যক নতুন বিদ্যালয় স্থাপনের পরিবর্তে দীর্ঘ বছর পূর্বে প্রতিষ্ঠিত বেসরকারি বিদ্যালয়গুলোতে (যাচাই-বাছাইকৃত ১৪২টি এবং যাচাই-বাছাইবিহীন ১৫০টিসহ মোট ২৯২টি) কর্মরত শিক্ষকদের জাতীয়করণ করার জোর দাবি জানাচ্ছি।

এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন পার্বত্য জেলা বেসরকারি প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি জ্যেতি ত্রিপুরা, সাধারণ সম্পাদক প্রভাত কুমার চাকমা, সহ-সাধারণ সম্পাদক অর্না চাকমা, সহ-মহিলা বিষয়ক সম্পাদক প্রিয়াংকা চাকমা এবং আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নিজাম উদ্দিন প্রমুখ।