পূর্বাচলে রাজউকের উচ্ছেদ অভিযান।

পূর্বাচলে রাজউকের উচ্ছেদ অভিযান।
ডন প্রতিবেদন : পূর্বাচল উপশহর প্রকল্পে উচ্ছেদ অভিযান চালাচ্ছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) ভ্রাম্যমাণ আদালত। রাজউকের ম্যাজিস্ট্রেট শারমিন আরার নেতৃত্বে বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) সকাল ১১টার দিকে এই অভিযান শুরু হয়। রাজউকের পূর্বাচল উপশহর প্রকল্পের ৪ নম্বর সেক্টরে প্রায় শখানেক প্লটে কয়লার অনেকগুলো টিলা রয়েছে। ইন্দোনেশিয়া, দক্ষিণ আফ্রিকাসহ বিভিন্ন দেশ থেকে আমদানি করা কয়লা কার্গোতে করে আসছে শীতলক্ষ্যা নদীর নারায়ণগঞ্জের রূপগঞ্জ পয়েন্টে। সেখানে শীতলক্ষ্যা নদীর পাড়েই রাজউকের পূর্বাচল প্রকল্পের ৪ নম্বর সেক্টর। শীতলক্ষ্যার তীরে বিশালাকৃতির একটি জেটিও তৈরি করেছে কয়লা ব্যবসায় যুক্ত চক্রটি। কার্গো থেকে ক্রেন দিয়ে কয়লা তুলে রাখা হয় পূর্বাচলের প্লটগুলোতে। রোদের তাপে কয়লা গরম হয়ে ওঠায় অনেক স্থানে আগুনও লাগে। সেই ধোঁয়ায় আশপাশের পরিবেশ ভারী হয়ে উঠছে। পূর্বাচলের শখানেক প্লট দখল করে চলছে কয়লার এই রমরমা ব্যবসা। স্থানীয় একটি প্রভাবশালী চক্র বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠানকে প্লটগুলো ব্যবহারের সুযোগ করে দিয়ে হাতিয়ে নিচ্ছে কোটি কোটি টাকা। মাল্টি ট্রেডিং লিমিটেড, সাহারা এন্টারপ্রাইজ, জয়েন্ট ট্রেডিং করপোরেশন এবং মেসার্স আনিসুর রহমানের মতো বিভিন্ন বড় বড় ব্যবসা প্রতিষ্ঠান এখানে রীতিমতো অফিস বানিয়ে সাইনবোর্ড টানিয়ে ব্যবসা করছে। রাজউকের প্লটগুলোর মাধ্যমে এভাবে প্রতিবছর কোটি কোটি টাকার অবৈধ বাণিজ্য করছে স্থানীয় চক্রটি। তাঁরা এতোই প্রভাবশালী, যাঁরা ওই সব প্লট বরাদ্দ পেয়েছেন, তাঁরাও ভয়ে কিছু বলতে পারছেন না। রাজউককে জানিয়েও কোনও ফল পাচ্ছিলেন না তাঁরা।