প্রথম পদকের দেখা পেলো ভারত

প্রথম পদকের দেখা পেলো ভারত

নিজস্ব প্রতিবেদন, বাঙলার কাগজ : ফ্রান্সের প্যারিসে চলছে 'গ্রেটেস্ট শো অন আর্থ' খ্যাত অলিম্পিক গেমসের ৩৩তম আসর। প্যারিস অলিম্পিকের দ্বিতীয় দিনেই পদকের দেখা পেলো ভারত। রবিবার (২৮ জুলাই) নারীদের ১০ মিটার এয়ার পিস্তলে ভারতকে প্রথম পদক এনে দেন মনু ভাকের।

২২১ দশমিক ৭ স্কোর নিয়ে ব্রোঞ্জ জেতেন মনু। এই ইভেন্টে অলিম্পিক রেকর্ড গড়ে সোনা জিতেছেন দক্ষিণ কোরিয়ার ও ইয়ে জিন। তার স্কোর ২৪৩ দশমিক ২। আগের রেকর্ড ছিলো রাশিয়ার বাতসারাশকিনা ভিতালিনার। তিনি করেছিলেন ২৪০ দশমিক ৩। 

এদিকে রুপা জিতেছেন দক্ষিণ কোরিয়ারই কিম ইয়েজি। তাঁর স্কোর ২৪১ দশমিক ৩। কোয়ালিফিকেশন রাউন্ডে তৃতীয় হয়ে ফাইনালে উঠেছিলেন মনু। ফাইনালেও শেষ করলেন তৃতীয় স্থানে থেকেই।