প্রখ্যাত সাংবাদিক জনাব আবিদ রহমানের দশম মৃত্যুবার্ষিকীতে বাঙলার কাগজ ও ডন পরিবারের শ্রদ্ধা

প্রখ্যাত সাংবাদিক জনাব আবিদ রহমানের দশম মৃত্যুবার্ষিকীতে বাঙলার কাগজ ও ডন পরিবারের শ্রদ্ধা

নিজস্ব প্রতিবেদন, বাঙলার কাগজ : প্রখ্যাত অকাল প্রয়াত সাংবাদিক, কবি ও নাট্য ব্যক্তিত্ব, বাংলানিউজের কন্ট্রিবিউটিং এডিটর, দৈনিক আমাদের অর্থনীতির ভারপ্রাপ্ত সম্পাদক জনাব আবিদ রহমানের দশম মৃত্যুবার্ষিকী আজ ১১ ফেব্রুয়ারি। ২০১৩ সালের এইদিনে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মেলবোর্নে পরলোকগমন করেন। জনাব আবিদ রহমানের মৃত্যুদিনে গভীর শোক প্রকাশ করেছেন বাঙলার কাগজ এবং আওয়ার ডন সম্পাদক ও প্রকাশক কালাম আঝাদ। একইসঙ্গে বাঙলার কাগজ এবং আওয়ার ডন পরিবারও তাঁর মৃত্যুবার্ষিকীতে গভীর শোক প্রকাশ করেছে।

আবিদ রহমান মৃত্যুর মাত্র একদিন আগে কাদের মোল্লাসহ সকল যুদ্ধাপরাধীর ফাঁসির দাবিতে মেলবোর্নে আন্দোলন গড়ে তোলায় নেতৃত্ব দিয়েছিলেন।

২০১২ সালে অস্ট্রেলিয়াপ্রবাসী আবিদ রহমান দেশে ফিরে ভারপ্রাপ্ত সম্পাদক হিসেবে আমাদের অর্থনীতিতে যোগ দিয়েছিলেন।

বাংলানিউজের প্রতিষ্ঠাকাল থেকেই তিনি কন্ট্রিবিউটিং এডিটর হিসেবে সমাজ ও রাজনীতির বিভিন্ন ইস্যুতে লিখে আসছিলেন বিভিন্ন কলাম ও নিবন্ধ।

জনাব আবিদ ভাইয়ের প্রতি বাঙলার কাগজ ও ডন সম্পাদক ও প্রকাশক কালাম আঝাদ’র অতিক্ষুদ্র স্মৃতিচারণ : ঢাকায় যখন আসি, তখন আমি 'মাত্র' ১৫ দিন বেকার ছিলাম। এরপর চাকরি পাই আমাদের সময়, আমাদের সময় ডটকম এবং আমাদের অর্থনীতিতে। মনে আছে ১৬ মে, ২০১২ সালে যখন নাঈম ভাইয়ের হাউজে জয়েন করি, তখন আবিদ ভাই ছিলেন ভারপ্রাপ্ত সম্পাদক। ৩ হাজার টাকা বেতনে শুরু হলো আমার চাকরি। আর চরম আদর করা শুরু করলেন অস্ট্রেলিয়া থেকে বাংলাদেশে এসে আবারও সাংবাদিকতা শুরু করা স্বপ্নবাজ জনাব আবিদ রহমান। তো প্রথম দুইদিন আমার কোনও নিউজ যায় নি। তৃতীয়দিন আমার নিউজ গেলো এবং ‘রেমিট্যান্সে রেকর্ড’ শিরোনামে আমাদের অর্থনীতিতে হলো লিড। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয় নি। এমনও হয়েছে সপ্তাহের ৫টি লিডই আমার। এমন ধারাবাহিকতা চলেছে যতোদিন আমি আমাদের অর্থনীতি, আমাদের সময় এবং আমাদের সময় ডটকমে ছিলাম, ঠিক ততোদিন। আর আমার সাংবাদিকতার যতো অর্জন, এর সবটুকুই জনাব আবিদ রহমানের।

অনেক বেশি শ্রদ্ধা
অনেক বেশি ভালোবাসা
অনেক বেশি কৃতজ্ঞতা
হে প্রিয় আবিদ ভাই