পানছড়িতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ

পানছড়িতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ

নিজস্ব প্রতিবেদক, বাঙলার কাগজ ও ডন; এস চাঙমা সত্যজিৎ, খাগড়াছড়ি : খাগড়াছড়ি পার্বত্য জেলার পানছড়ি উপজেলায় ২০২২-২০২৩ অর্থবছরের খরিপ ১/২০২৩-২০২৪ মৌসুমে আউশ ধান উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে।

আজ রোববার (২ এপ্রিল) সকাল ১১টায় পানছড়ি উপজেলা পরিষদ মিলনায়তনে ৫ ইউনিয়নের ২ হাজার কৃষকের মাঝে পানছড়ি উপজেলা কৃষি বিভাগের উদ্যোগে এই বীজ ও সার বিতরণ করা হয়। 

পানছড়ি উপজেলা কৃষি বিভাগ সূত্রে জানা গেছে, পানছড়ি উপজেলার ৫টি ইউনিয়নের মধ্যে লোগাং ইউনিয়নের ৪২০ জন, চেঙ্গী ইউনিয়নের ৩৩০  জন, পানছড়ি সদর ইউনিয়নের ৪৬০ জন, লতিবান ইউনিয়নের ৪৫০ জন এবং উল্টাছড়ি ইউনিয়নের ৩৪০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের প্রত্যেককে বীজ ধান ৫ কেজি, ডিএপি (ডি-অ্যামোনিয়াম ফসফেট) সার ১০ কেজি, এমওপি (মিউরেট অব পটাশ) সার ১০ কেজি করে দেওয়া হয়েছে।

মৌসুমী আউশ ধান উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় বিনামূল্যে বীজ ও সার বিতরণ অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুবাইয়্যা আফরোজ সভাপতিত্ব করেন। এতে প্রধান অতিথি ছিলেন পানছড়ি উপজেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান চন্দ্র দেব  চাকমা। 

বীজ ও সার বিতরণ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে পানছড়ি উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মনিতা ত্রিপুরা, পানছড়ি উপজেলা কৃষি কর্মকর্তা মো. নাজমুল ইসলাম মজুমদার, পানছড়ি উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তা ইব্রাহীম খলিল, পানছড়ি উপজেলা কৃষক লীগের সভাপতি ও সাংবাদিক শাহজাহান কবির সাজুসহ উপ-সহকারী কৃষি কর্মকর্তাগণ এবং সুবিধাভোগী কৃষকেরা উপস্থিত ছিলেন।