পৌনে ৩ লাখ অ্যাস্ট্রাজেনেকা টিকা পাঠালো বুলগেরিয়া

ডন প্রতিবেদন : অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার ২ লাখ ৭০ হাজার ডোজ করোনাভাইরাসের টিকা পাঠিয়েছে বুলগেরিয়া। বুধবার (১৫ সেপ্টেম্বর) টার্কিশ এয়ারলাইন্সের কার্গো ফ্লাইটে টিকাগুলো ঢাকায় পৌঁছেছে বলে পররাষ্ট্র মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে। শাহজালাল বিমানবন্দরে স্বাস্থ্য অধিদপ্তরের একজন প্রতিনিধি বলকান দেশটির উপহারের এসব টিকা গ্রহণ করেছেন বলে জানিয়েছে মন্ত্রণালয়। বুলগেরিয়ার উপহারসহ এ নিয়ে দেশে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার ১ কোটি ৩৫ লাখ ২৯ হাজার ২শ ডোজ টিকা এলো।