নড়াইলে সাম্প্রদায়িক হামলা : এখনো বাড়ি ফেরেন নি সাহা পাড়ার বাসিন্দারা।

নড়াইলে সাম্প্রদায়িক হামলা : এখনো বাড়ি ফেরেন নি সাহা পাড়ার বাসিন্দারা।

নিজস্ব সংবাদদাতা, বাঙলা কাগজ; নড়াইল : সাম্প্রদায়িক হামলার ঘটনায় নড়াইলের লোহাগড়া উপজেলার দিঘলিয়া গ্রামের সাহা পাড়ার বাসিন্দারা বাড়িতে ফেরেন নি এখনো। বাজারের প্রায় অর্ধেক দোকান খোলে নি। আতঙ্ক কাটে নি তাঁদের। মহানবী হজরত মুহাম্মদ (সা.)-কে কটূক্তি করে ফেসবুকে পোস্ট দেওয়াকে কেন্দ্র করে তাঁদের বাড়িঘর ও দোকানপাটে হামলা হয়। গত শুক্রবার (১৫ জুলাই) সন্ধ্যায় হামলার পর থেকে তাঁরা বাড়ি ছাড়েন।

বাড়িঘর ও দোকানপাটে হামলার ঘটনায় পুলিশ বাদি হয়ে রোববার (১৭ জুন) দুপুরে মামলা করেছে। মামলায় অজ্ঞাতপরিচয় ২ শ থেকে ২৫০ জনকে আসামি করা হয়েছে। এ মামলায় গ্রেপ্তার হয়েছেন দু’জন। তাঁরা হলেন দিঘলিয়া গ্রামের ব্যবসায়ী রাসেল মৃধা (৪৫) ও চরমাউলি গ্রামের কবীর কাজী (২৮)।

এর আগে ফেসবুকে ধর্মীয় অবমাননাকর পোস্ট দেওয়ার অভিযোগে গত শনিবার (১৬) রাতে আকাশ সাহার বিরুদ্ধে মামলা করেন দিঘলিয়া এলাকার বাসিন্দা সালাউদ্দিন কচি। শনিবার রাতেই আকাশকে গ্রেপ্তার করে পুলিশ। সাত দিনের রিমান্ডের আবেদন দিয়ে রোবববার বিকেলে তাঁকে আদালতে সোপর্দ করা হয়। সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোরশেদুল আলম তাঁর ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

ফেসবুক পোস্টের জের ধরে গত শুক্রবার সন্ধ্যার পর দিঘলিয়ার সাহা পাড়ায় দুটি বাড়ি ভাঙচুর করা হয়। একটি বাড়িতে অগ্নিসংযোগ করা হয়। বাজারের ৩টি দোকান ভাঙচুর করা হয়। তখন ৪টি মন্দিরে হামলার ঘটনাও ঘটে। এর আগে ফেসবুকে পোস্ট দেওয়া অভিযুক্ত তরুণের শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল করেন তাঁরা। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠিপেটা করে ও ফাঁকা গুলি ছোড়ে। রাত সাড়ে ৯টার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

রাতে সাহা পাড়ার বাসিন্দা দিঘলিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক দিলীপ চন্দ্র সাহা ও ব্যবসায়ী গৌর সাহার বাড়িতে হামলা চালানো হয়। পান বিক্রেতা গোবিন্দ সাহার বাড়ির একটি ঘরে অগ্নিসংযোগ করা হয়।

এ ছাড়া দিঘলিয়া বাজারে গৌতম সাহা, নিত্যদুলাল সাহা ও অনুপ সাহার দোকান ভাঙচুর করা হয়। হামলা করা হয় ওই এলাকার রাধাগোবিন্দ মন্দির, আখড়াবাড়ি সর্বজনীন মন্দির, মহাশ্মশান কালীমন্দির ও স্বপন সাহার পারিবারিক মন্দিরে।

রাধাগোবিন্দ মন্দিরের সভাপতি শিবনাথ সাহা রোববার বিকেলে বাঙলা কাগজ ও ডনকে বলেন, সাহা পাড়ার বাসিন্দাদের মধ্যে আতঙ্ক কাটে নি। শুক্রবার সন্ধ্যার পর থেকে এ পাড়ার বাসিন্দারা বাড়ি ছাড়তে থাকেন। রাত ১টার পর ভয়ে অধিকাংশ বাড়ি ফাঁকা হয়ে যায়। যাঁরা রাতে বাড়িতে ছিলেন, তাঁদের রাত কেটেছে না ঘুমিয়ে। বাকিরা পরদিন ভোরে বাড়ি ছাড়েন। এসব পরিবারের সদস্যরা আত্মীয়-স্বজনের বাড়িতে আশ্রয় নিয়েছেন। এখানে ১০৮টি হিন্দু পরিবারের বসবাস। সর্বোচ্চ ২০ জন পুরুষ বাড়িতে আছেন। বাড়িতে নেই কোনও নারী। তাঁরা আতঙ্কে বাড়িতে ফেরেন নি।

এদিকে আখড়াবাড়ি গ্রামের শচিনান্দ জানান, ঘটনার পরদিন শনিবার রাতে তাঁর দুটি গরু গোয়ালঘর থেকে কে বা কারা নিয়ে গেছে।

এ ব্যাপারসহ সার্বিক ব্যাপারে জানতে চাইলে লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আবু হেনা বাঙলা কাগজ ও ডনকে বলেন, ‘আমরা আমাদের দিক থেকে সর্বোচ্চ চেষ্টা করছি নিরাপত্তা দিতে। অতিরিক্ত পুলিশ মোতায়েন আছে। বর্তমানে পরিস্থিতি শান্ত আছে। হামলাকারীদের ধরার জন্য অভিযান চলছে।’

সেই অধ্যক্ষও বাড়ি ফেরেন নি : নড়াইলের মির্জাপুর ইউনাইটেড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ স্বপন কুমার বিশ্বাসকে লাঞ্ছনার ১ মাস হয়ে গেছে। ঘটনার পর আজও তিনি বাড়ি ফেরেন নি। অজানা আতঙ্কে তিনি বাড়ি ফিরছেন না বলে বাঙলা কাগজ ও ডনকে জানিয়েছেন। তবে তাঁর বাড়িতে পুলিশ পাহারা আছে।

এদিকে শিক্ষক লাঞ্ছনার ঘটনার পর থেকে মির্জাপুর ইউনাইটেড ডিগ্রি কলেজ বন্ধ আছে। ঈদের ছুটির পর সারাদেশের কলেজ খুললেও এই কলেজ খোলে নি। তবে ২০ জুলাই কলেজটি খোলার সিদ্ধান্ত হয়েছে।