নীল ও গেরুয়া তোমাদের জন্য : কালাম আঝাদ

নীল ও গেরুয়া তোমাদের জন্য : কালাম আঝাদ

হোটেলে রুমমেটদের চাপাচাপিতে
নামাজ আমাকে পড়তেই হচ্ছে
হয়তো রুমে কিংবা ছাদে।
আমার কোনও কিছু শেষ হয়ে গেলে
সেটা নিয়ে উদ্বেগে থাকতে হয়
তাইতো লিপজেলের মতো কিছু জিনিস
কোথাও ফেলে দিতে হয়।
আমি তোমাদের পছন্দের রঙ
নীল বা গেরুয়ায় এতোদিন সাজিয়েছি নিজেকে
শুধু তোমাদের মন ভালো করার কারণে
তোমাদেরকে অনুপ্রেরণা দিতে।
তবে আমারও কি পছন্দের অন্য কোনও রঙ নেই!
অথবা মানুষ কি রঙ দ্বারা নির্ধারিত হয়?
কারণ অধিকাংশ মানুষই জানে না রঙের মানে
তবে যাঁরা আমরা সচেতন, তাঁরা অধিকাংশ সময়ই
রঙের ব্যাপারে সচেতনতা প্রয়োগ করি
তাঁরা অধিকাংশ সময়ই নীল বা গেরুয়া পরিধান করি।
ঢাকায়ও একাধারে নীল বা গেরুয়া পরার আমার রেকর্ড রয়েছে।
তবে মানুষ অন্য রঙের পোশাকও তো পরে!
না হলে কি স্বাধীনতা খর্ব হয় না?
তবে শুধু একসঙ্গে কিছু রঙের মিশ্রণ বর্জনীয়।
যাঁরা সেটি বোঝে।
শুধু তোমরা জেনে রেখো, ভালোবাসায় অবিশ্বাস হলো কাঁটা
ভালোবাসার পরীক্ষা দিতে দিতে আমি ক্লান্ত
তবুও অযথাই কেনো আমি বিশ্বাস-অবিশ্বাসের দোলাচলে থাকি?
এক পথশিশুকে কিছু দিতে পারি নি
এর পরক্ষণেই এক সহচর থেকে টাকা এনে
আরেক পথশিশুর জন্য দাঁড়িয়েছি আমি
এরপর সহচরের মানিব্যাগের টাকায়
মোমো খাওয়া হয়েছে
তারপরও পুলিশের ভিন্ন ডাক বা চাহনিতে কেনো পড়তে হলো?
কেনো? আমি কি অপরাধী
নাকি দীর্ঘদিন রক্ত দিয়ে পুলিশকে সহযোগিতা করেছি আমি?
কোনটা?
এখনও তাঁদের মঙ্গল চাই, চেয়ে যাবো।
তবে অন্য কোনও স্থানে ভালো মানুষের ভিন্ন চাহনি আমাকে পীড়া দেয়
আমি কি কোনও অন্যায় করেছি?
আমিও তো মানুষ
আমার কোনও ভুল হতে পারে
তবে সেটা পরক্ষণেই সংশোধন করে নিই আমি
কারণ আমি যাঁদেরকে ভালোবাসি
তাঁদেরকে মন থেকেই ভালোবাসি।
ভালোর জন্য ভালো আমি
আমার ভালোবাসায় কোনও খাদ নেই
আর যাঁদেরকে আমি ভালোবাসি
তাঁরাই তা সবচেয়ে ভালো বলতে পারবে।
সুপ্রিয়, নীল আর গেরুয়া
আপনাদেরকে ভালোবেসে যাই।