নরসিংদীতে লালন আখড়ায় হামলার প্রধান আসামি গ্রেপ্তার

নরসিংদীতে লালন আখড়ায় হামলার প্রধান আসামি গ্রেপ্তার

নিজস্ব সংবাদদাতা, বাঙলার কাগজ; অরবিন্দ রায়, নরসিংদী : নরসিংদীর বেলাব উপজেলায় লালন সংগীতের আখড়াবাড়ি পুলকিত আশ্রমে সন্ত্রাসীদের হামলার ঘটনায় প্রধান আসামি শেখ জাহাঙ্গীরকে (৩৫) গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (৯ মে) তাকে গ্রেপ্তার করা হয়। এর আগে সোমবার দিবাগত রাত তিনটার দিকে তিনজনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ৭/৮ জনের বিরুদ্ধে বেলাব থানায় একটি মামলা করেন ভুক্তভোগী শিল্পী খোকন চিশতী। এরপর পুলিশ অভিযান চালিয়ে প্রধান আসামি জাহাঙ্গীর শেখকে গ্রেপ্তার করে।

রোববার (৭ মে) বিকেলে পাটুলি ইউনিয়নের ভাবলা গ্রামে লালন সংগীতের আখড়াবাড়ি পুলকিত আশ্রমে হামলা এবং বাদ্যযন্ত্র ভাঙচুর করে সন্ত্রাসীরা। এই ঘটনায় তিনজন বাউল শিল্পী আহত হন।

গ্রেপ্তারকৃত জাহাঙ্গীর শেখ উপজেলার পাটুলি ইউনিয়নের বাবলা গ্রামের শেখ মজনুর ছেলে। মামলার অন্য দুই আসামি হলেন : একই গ্রামের শাহীন শেখ (৩২) ও ফজলু শেখ (৫৮)।

আশ্রমের বাউলেরা জানান, সোমবার পুলকিত আশ্রমে সাধুসঙ্গের দিন ধার্য করা  ছিলো। সে উপলক্ষে সারাদেশের বিভিন্ন জায়গা থেকে সাধু-ফকির, বাউল শিল্পীরা আগে থেকেই আশ্রমে উপস্থিত হতে থাকেন। রোববার বিকেলে শেখ জাহাঙ্গীর এবং শাহীনের নেতৃত্বে ৫ থেকে ৬ জন সন্ত্রাসী দেশীয় অস্ত্রসহ জাহাঙ্গীর আলম ভূঁইয়াকে খুঁজতে আশ্রমে আসেন।

এ সময় জাহাঙ্গীর আলম ভূঁইয়াকে না পেয়ে সন্ত্রাসীরা আশ্রমে হামলা শুরু করলে তাদের বাঁধা দেন বাউল শিল্পীরা। এতে ক্ষিপ্ত হয়ে আগত শিল্পীদের উপর হামলা চালায় তারা। এ সময় শেরপুর জেলার মিন্টু বাউল (৩০), খুলনার রিয়াদ ভূঁইয়া (৩২) এবং কিশোরগঞ্জের খোকন বাউল (৪০) আহত হন। তাঁদের সঙ্গে থাকা তানপুরা এবং দোতরাসহ সব বাদ্যযন্ত্র ভেঙে দেওয়া হয়।

পুলিশ জানায়, ঘটনার দিন শেখ জাহাঙ্গীর মাতাল অবস্থায় আশ্রমে প্রবেশ করতে চাইলে ভক্তবৃন্দ তাকে বাধা দেয়। কিন্তু সে বাধা উপেক্ষা করে প্রবেশ করতে চাইলে তাকে আবারও বাধা দেওয়া হয়। পরে সে ক্ষিপ্ত হয়ে তার কয়েকজন সহযোগী নিয়ে এসে আশ্রমে হামলা চালায়। এ সময় তারা লোহার পাইপ ও রড দিয়ে ভক্তদের মারধর করে ও তাদের ১ লাখ টাকার বাদ্যযন্ত্র ভেঙে গুড়িয়ে দেয়।

ভক্তদের ডাক-চিৎকারে এলাকাবাসী এগিয়ে আসতে থাকলে জাহাঙ্গীর আশ্রমের আসনে থাকা ২০ হাজার টাকা নিয়ে পালিয়ে যায়। ঘটনা জানার পরপরই ঘটনাস্থল পরিদর্শন করে ভুক্তভোগী শিল্পীদের সঙ্গে কথা বলে পুলিশ।

সোমবার রাতে ভুক্তভোগী শিল্পী খোকন চিশতী মামলা করেন। জাহাঙ্গীর, শাহীন ও ফজলু নামের তিনজনকে চিনতে পারায় তাদের নাম উল্লেখ করা হয়েছে মামলায়। মামলা হওয়ার পর রাতেই আসামিদের গ্রেপ্তারে অভিযানে নামে পুলিশ। পরে তথ্য-প্রযুক্তি ও গোপন তথ্যের ভিত্তিতে পলাতক জাহাঙ্গীরকে তাঁর বাড়ির কাছের এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার দেখানো জায়গা থেকে লোহার রড ও লাঠি উদ্ধার করা হয়।

বেলাব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভীর আহমেদ বাঙলার কাগজকে বলেন, মামলা হওয়ার পরপরই অভিযান চালিয়ে প্রধান আসামি জাহাঙ্গীর শেখকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় জড়িত অন্য আসামিদেরও গ্রেপ্তারের চেষ্টা চলছে।