‘নারী ও শিশু ভাড়া করে’ টিসিবির পণ্য কেনানোর অভিযোগ।

‘নারী ও শিশু ভাড়া করে’ টিসিবির পণ্য কেনানোর অভিযোগ।
ডন প্রতিবেদন : ‘নারী ও শিশুদের ভাড়া করে’ কয়েকটি চক্রের বিরুদ্ধে টিসিবির (ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ) পণ্য কিনে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। ফলে ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়েও খালি হাতে ফিরছেন সাধারণ মানুষ। এ বিষয় জেনেও কিছু করতে পারছেন না বলেই দাবি ডিলারদের প্রতিনিধিদের। পঞ্চাশোর্ধ্ব আলেয়া বেগম কিছু অর্থ সাশ্রয়ের জন্য হাইকোর্ট মোড়ে টিসিবির পণ্য কিনতে লাইনে দাঁড়িয়েছিলেন। তিন ঘণ্টায়ও পণ্য কিনতে না পেরে খালি হাতেই বাড়ি ফিরতে হয়েছে তাঁকে। আলেয়া বেগমের মতো সাধারণ ক্রেতারা খালি হাতে ফিরলেও পাশের ফুটপাথে দেখা গেলো বিপরীত চিত্র। টিসিবির তেল, ডাল ও পেঁয়াজ ভর্তি বস্তা পাহারা দিচ্ছেন কয়েকজন নারী। বাঙলা কাগজ ও ডন প্রতিবেদকদের দেখেই বস্তা নিয়ে দৌড়ে পালানোর চেষ্টা করলেন কেউ কেউ। এরমধ্যে একজনকে পাওয়া গেলেও তিনিই উল্টো তোপ দাগালেন। অস্বীকার করলেন অভিযোগ। তবে বাঙলা কাগজ ও ডন অনুসন্ধান শেষে জানতে পেরেছে যে, কয়েকটি অসাধু চক্র নারী ও শিশুদের ভাড়া করে তাঁদের মাধ্যমে টিসিবির পণ্য কিনে নিচ্ছে। এক্ষেত্রে একটু দূরে গিয়েই তাঁরা পোশাক পরিবর্তন করে হিজাব বা এ জাতীয় কিছু পরে এসে আবারও পণ্য নিচ্ছেন। সেক্ষেত্রে আবার তাঁদের লাইনে ‘প্রক্সি’ দেওয়ার লোকও রয়েছে শিশুরা। সার্বিকভাবে জানতে চাওয়া হলে ডিলারদের দুইজন প্রতিনিধি নাম প্রকাশ না করার শর্তে বাঙলা কাগজ ও ডনকে বলেন, তাঁরা (চক্রের লোকজন) ঝগড়া করে, গাড়িতে উঠে যায়, আবার আমাদের হুমকিও দেয়।