নওগাঁয় সম্প্রীতির অগ্রযাত্রার মতবিনিময়ে খাদ্যমন্ত্রী : ধর্ম যাঁর যাঁর বিশ্বাসের উপর নির্ভরশীল।

নওগাঁয় সম্প্রীতির অগ্রযাত্রার মতবিনিময়ে খাদ্যমন্ত্রী : ধর্ম যাঁর যাঁর বিশ্বাসের উপর নির্ভরশীল।

নিজস্ব প্রতিবেদক, বাঙলা কাগজ; কামাল উদ্দিন টগর, নওগাঁ : খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার এমপি বলেছেন, ধর্ম যাঁর যাঁর বিশ্বাসের উপর নির্ভরশীল। ধর্ম হচ্ছে চেতনা।

তিনি আজ মঙ্গলবার (২১ জুন) বিকেল ৫টায় জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে ‘সম্প্রীতির অগ্রযাত্রায় নওগাঁ’ শীর্ষক এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেছেন।

সাধন চন্দ্র মজুমদার বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্পষ্ট করে বলেছিলেন, এ দেশের বাঙালি অবাঙালি; হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান সকলেই আমরা ভাই ভাই। তাই কারও ধর্মীয় অনুভূতিতে আঘাত করা যাবে না। 

মন্ত্রী বলেন, আগামী ২৫ জুন বাঙালি জাতির স্বপ্নের পদ্মা সেতুর উদ্বোধন হতে যাচ্ছে। পদ্মা সেতু নির্মাণ শুরুর প্রাক্কালে ষড়যন্ত্র করা হয়েছিলো। হাজারো ষড়যন্ত্র এবং প্রতিবন্ধকতা উপেক্ষা করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অদম্য ইচ্ছায় যখন নির্মাণ কাজ শেষ হয়েছে, উদ্বোধনের সময় এসেছে, তখন আবারো ষড়যন্ত্র শুরু করেছে একটি মহল। সাম্প্রদায়িকতা সৃষ্টি ওই ষড়যন্ত্রের যে একটি অংশ নয়, তা বলা যাবে না। 

খাদ্যমন্ত্রী আরও বলেন, আবহমান কাল ধরে চলে আসা অসাম্প্রদায়িক বাংলাদেশের সম্প্রীতি নষ্ট করে দেশকে অস্থিতিশীল করা যাবে না। এক্ষেত্রে দেশবাসীকে সতর্কভাবে সজাগ থাকতে হবে। 

জেলা প্রশাসক খালিদ মেহেদী হাসানের সভাপতিত্বে আয়োজিত মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে আলোচনা করেন অতিরিক্ত পুলিশ সুপার গাজিউর রহমান, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ রফিকুল ইসলাম, ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক গোলাম মোস্তফা, মুক্তিযোদ্ধা সংসদ নওগাঁ জেলা কমান্ড ইউনিটের সাবেক কমান্ডার হারুন অর রশিদ, সাবেক ডেপুটি কমান্ডার আফজাল হোসেন, নওগাঁ জেলা প্রেসক্লাবের সভাপতি কায়েস উদ্দিন, সাধারণ সম্পাদক শফিক ছোটন, বিটিভি’র জেলা প্রতিনিধি সাজেদুর রহমান সাজু, কাচারী জামে মসজিদের পেশ ইমাম রেজোয়ান এহসান।

এতে জেলা পর্যায়ের কর্মকর্তা, বিভিন্ন ধর্মের ধর্মীয় নেতা এবং সাংবাদিক নেতারাও উপস্থিত ছিলেন। পরে খাদ্যমন্ত্রী জেলা দুর্যোগ ব্যবস্থাপনা জেলা কমিটির সভায় যোগদান করেন।