তাইওয়ানের চারপাশে চীনের সামরিক মহড়া : অনেক ফ্লাইট বাতিল।

তাইওয়ানের চারপাশে চীনের সামরিক মহড়া : অনেক ফ্লাইট বাতিল।

নিজস্ব প্রতিবেদন, বাঙলা কাগজ : তাইওয়ানের চারপাশে চীনের চলমান সামরিক মহড়ার কারণে তাইপগামী ফ্লাইট বাতিল করেছে বেশ কয়েকটি উড়োজাহাজ সংস্থা। একইঙ্গে ওই অঞ্চল দিয়ে চলাচলকারী অন্যান্য দেশগামী ফ্লাইটের রুট পরিবর্তন করা হয়েছে। রয়টার্স।

চীনের সামরিক মহড়ার কারণে ওই অঞ্চলের আকাশসীমা বেসামরিক বিমান চলাচলের জন্য বন্ধ করে দেওয়ায় এই পদক্ষেপ নেওয়া হয়েছে। 

আগামী রোববার (৭ আগস্ট) স্থানীয় সময় দুপুর পর্যন্ত দ্বীপটিকে ঘিরে ৬টি অঞ্চলে এ মহড়া চালানোর কথা বলেছে চীন। এতে দৃশ্যত ‘অবরুদ্ধ’ হয়ে পড়েছে তাইওয়ান। যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসির তাইপে সফর করেন। এই প্রতিক্রিয়ায় বৃহস্পতিবার (৪ আগস্ট) এই সামরিক মহড়া শুরু করে চীন। 

শুক্রবার দ্বিতীয় দিনের মতো মহড়া শুরু হওয়ার পর চীনের অনেকগুলো জাহাজ ও বিমান ফের তাইওয়ান প্রণালীর মধ্যরেখা অতিক্রম করেছে বলে তাইপের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে। এই রেখাটি চীনের মূল ভূখণ্ড ও তাইওয়ানের মধ্যবর্তী তাইওয়ান প্রণালীর মাঝ বরাবর একটি অনানুষ্ঠানিক বিভাজক লাইন।