ঢাকায় বসবাসরত মার্কিন নাগরিকদের বিক্ষোভ এড়িয়ে চলার পরামর্শ

ঢাকায় বসবাসরত মার্কিন নাগরিকদের বিক্ষোভ এড়িয়ে চলার পরামর্শ

নিজস্ব প্রতিবেদন, বাঙলার কাগজ ও ডন : দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট যতো এগিয়ে আসছে, দেশের রাজনীতি ততো উত্তপ্ত হয়ে উঠছে। এ পরিস্থিতিতে বাংলাদেশে অবস্থান করা যুক্তরাষ্ট্রের নাগরিকদের এসব রাজনৈতিক কর্মসূচি নিয়ে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে ঢাকার মার্কিন দূতাবাস। বুধবার (৭ ডিসেম্বর) মার্কিন দূতাবাসের ভেরিফাইড ফেসবুক পেজে এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশে পরবর্তী সাধারণ নির্বাচন ২০২৪ সালের জানুয়ারির আগে বা মধ্যে হবে বলে আশা করা হচ্ছে। রাজনৈতিক দলের সমাবেশ ও নির্বাচন সম্পর্কিত অন্যান্য কার্যক্রম এরই মধ্যে শুরু হয়েছে।

সাধারণ নির্বাচন নিকটে আসার সঙ্গে সঙ্গে রাজনৈতিক সমাবেশ ও বিক্ষোভ বাড়ছে। বাংলাদেশের দুটি বৃহত্তম রাজনৈতিক দল ২০২২ সালের ১০ ডিসেম্বর ঢাকার বিভিন্ন এলাকায় সমাবেশের ঘোষণা দিয়েছে।

‘মার্কিন নাগরিকদের সতর্কতা বজায় রাখা উচিত এবং মনে রাখা উচিত শান্তিপূর্ণভাবে বিক্ষোভ হওয়ার কথা থাকলেও তা সংঘাতে পরিণত হতে পারে এবং পরবর্তীতে সহিংসতায় রূপ নিতে পারে।’

এ সময় মার্কিন নাগরিকদের বিক্ষোভ এড়াতে এবং কোনও বড় সমাবেশের আশপাশ দিয়ে গেলে সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়। একইসঙ্গে নাগরিকদের ব্যক্তিগত নিরাপত্তা পরিকল্পনা পর্যালোচনা; স্থানীয় ঘটনাসহ আশপাশের বিষয়ে সচেতন থাকা এবং হালনাগাদ তথ্যের জন্য স্থানীয় সংবাদমাধ্যম অনুসরণের পরামর্শ দেওয়া হয়েছে।