ডলারের দাম বাড়লো আরও ৪০ পয়সা!

ডলারের দাম বাড়লো আরও ৪০ পয়সা!

নিজস্ব প্রতিবেদন, বাঙলা কাগজ : সামনে পবিত্র ঈদুল আজহা। আর এই ঈদুল ফিতর এবং ঈদুল আজহাকে কেন্দ্র করে বাংলাদেশে বিপুল পরিমাণে রেমিট্যান্স আসে। সুতরাং এ অবস্থায় ডলারের রিজার্ভ নিয়ে উৎকণ্ঠিত হওয়ার যেখানে কোনও কারণ নেই, ঠিক সেই অবস্থায় আবারও ডলারের দাম ৪০ পয়সা বাড়িয়েছে বাংলাদেশ ব্যাংক। ফলে কমেছে টাকার মান।

সোমবার (২৩ মে) প্রতি মার্কিন ডলারের বিনিময়মূল্য ৪০ পয়সা বাড়িয়ে ৮৭ টাকা ৯০ পয়সা নির্ধারণ করা হয়েছে।

ডলারের দাম আরেক দফা বাড়ানোয় রপ্তানিকারক ও প্রবাসীরা লাভবান হবেন। অন্যদিকে আমদানিকারকদের খরচ বাড়বে। এর আগে গত সোমবার ৮০ পয়সা বাড়িয়ে ৮৭ টাকা ৫০ পয়সা করা হয়েছিলো। 

অবশ্য সোমবারও অনেক ব্যাংক ১ শ টাকা দরে প্রবাসী আয় সংগ্রহ করছে ও রপ্তানি বিল নগদায়ন করছে। এতে আমদানিকারকদের বেশি দামে ডলার কিনতে হচ্ছে।

জানা গেছে, জানুয়ারি মাসের শুরুতে ডলারের বিনিময়মূল্য ২০ পয়সা বাড়িয়ে ৮৬ টাকা করেছিলো কেন্দ্রীয় ব্যাংক। আর ২৩ মার্চ তা আবার ২০ পয়সা বাড়িয়ে ৮৬ টাকা ২০ পয়সা করা হয়েছিলো। গত ২৭ এপ্রিল বাড়ানো হয় ২৫ পয়সা। তাতে ১ ডলারের বিনিময়মূল্য দাঁড়ায় ৮৬ টাকা ৪৫ পয়সা। আর ৯ মে ডলারের বিনিময়মূল্য ২৫ পয়সা বাড়িয়ে ৮৬ টাকা ৭০ পয়সা নির্ধারণ করা হয়।

আন্তর্জাতিক বাজারে ভোগ্যপণ্য, কাঁচামাল ও তেলের দাম বেড়ে গেছে। সঙ্গে বেড়েছে জাহাজের ভাড়াও। এতে আমদানি ব্যয় বেড়ে গেছে প্রায় ৪৪ শতাংশ।