ডিজেল প্রসঙ্গে প্রধানমন্ত্রী : সরকার বিভিন্ন ক্ষেত্রে ৫৩ হাজার কোটি টাকা ভর্তুকি দেয়

ডিজেল প্রসঙ্গে প্রধানমন্ত্রী : সরকার বিভিন্ন ক্ষেত্রে ৫৩ হাজার কোটি টাকা ভর্তুকি দেয়
ডন প্রতিবেদন : ডিজেলের দাম বৃদ্ধি প্রসঙ্গে প্রধানমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা বলেছেন, বর্তমান আওয়ামী লীগ সরকার বিভিন্ন ক্ষেত্রে ৫৩ হাজার কোটি টাকা ভর্তুকি দেয়। এমন অবস্থায় আন্তর্জাতিক বাজারে ডিজেলের দাম বৃদ্ধি পাওয়ায়, বাংলাদেশেও দাম বৃদ্ধি করা ছাড়া আর কোনও উপায় ছিলো না। কারণ ট্যাক্সের প্রাপ্ত সকল টাকা ভর্তুকিতে চলে গেলে আর উন্নয়নমূলক কাজ করা সম্ভব হবে না। প্রধানমন্ত্রী বুধবার (১৭ নভেম্বর) বিকেল ৪টায় গণভবন থেকে সাংবাদিকদেরসঙ্গে ভার্চুয়ালি যুক্ত হয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন। প্রধানমন্ত্রীর সফর সম্পর্কে অবহিত করার জন্য ওই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এ সময় প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে সাংবাদিকেরা যুক্ত হলেও গণভবনে কিছু জ্যেষ্ঠ সাংবাদিক উপস্থিত ছিলেন। সংবাদ সম্মেলনের প্রথমে প্রধানমন্ত্রী প্রথমে তাঁর সফর সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন। এরপর সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন প্রধানমন্ত্রী। প্রথমে প্রধানমন্ত্রীকে প্রশ্ন করেন দৈনিক জাগরণের সম্পাদক ও প্রকাশক আবেদ খান। তিনি ১৯৭৭ সালের ক্যু এবং ১৯৭৫ সালে রেডিও’র ৪ জনকে হত্যার প্রসঙ্গে তুলে ধরে প্রধানমন্ত্রীর কাছে জানতে চান, এ ব্যাপারে তিনি কোনও কমিশন গঠন করবেন কি-না। আর ওই সময়ে হত্যাকাণ্ডের শিকার হওয়া লোকজনের পরিবারের সদস্যরা খুবই মানবেতর জীবন-যাপন করছেন। তাঁদের ব্যাপারেও কোনও ব্যবস্থা নেবেন কি-না। প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী জানান, তিনি অবশ্যই গণমাধ্যমের মাধ্যমে ভুক্তভোগী পরিবারগুলোর খবর জানতে চান এবং এসব পরিবারের জন্য তিনি কিছু করবেন। এরপর একে একে সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন প্রধানমন্ত্রী। প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, নির্বাচনের আগে সকল সংসদ সদস্যকেই আয়-ব্যয়ের হিসাব দিতে হয়। তিনি বলেন, নির্বাচনে সব সময় সহিংসতা হয়। ‘তবে এটা ঠিক, এটা যাতে না হয়। সেই ব্যবস্থাই করা উচিত।’ প্রশ্নের প্রধানমন্ত্রী বলেন, প্রতীকের কারণে শুধু যে চেয়ারম্যান পদের জন্য সহিংসতা হয়েছে, তা কিন্তু নয়। এমনকি মেম্বার পদে দলীয় কোনও প্রতীক না থাকলেও, সেখানেও সহিংসতা হয়েছে। ‘যাঁরাই সহিংসতা করেছে, তাঁরা আমাদের দলের হলেও তাঁদেরকে ছাড় দেওয়া হবে না।’ ‘কারণ আমরা চাই না, নির্বাচনে কোনও প্রাণহানি হোক।’ ‘এরপরও আমরা অনেক আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখতে সক্ষম হয়েছি।’ বাস ভাড়া প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, আলোচনার মাধ্যমে ভাড়া যৌক্তিক পর্যায়ে আনা হয়েছে। অপর এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বাংলাদেশের যুবকদেরকে উদ্যোক্তা হওয়ার পরামর্শ দেন। যাতে তাঁরা তাঁদের নিজেদের জীবনমান উন্নয়নের পাশাপাশি আরও মানুষের জন্য কর্মসংস্থান সৃষ্টি করতে পারেন এবং ইউনেস্কো-বঙ্গবন্ধু আন্তর্জাতিক পুরস্কারের মতো পুরস্কার অর্জন করতে পারেন।