ডাকাত ‘সন্দেহে’ র‍্যাবের উপর হামলা : আটক ১০ : ৩ মামলা।

ডাকাত ‘সন্দেহে’ র‍্যাবের উপর হামলা : আটক ১০ : ৩ মামলা।

নিজস্ব প্রতিবেদক, বাঙলা কাগজ; চট্টগ্রাম ও সংবাদদাতা, মিরসরাই : চট্টগ্রামের মিরসরাইয়ে ডাকাত ঘোষণা দিয়ে সাদা পোশাকে থাকা র‍্যাব সদস্যদের উপর হামলার ঘটনায় সন্দেহভাজন ১০ জনকে আটক করা হয়েছে। বুধবার (২৫ মে) রাত থেকে বৃহস্পতিবার (২৬ মে) দুপুর পর্যন্ত অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এখনো এ অভিযান অব্যাহত রয়েছে। এ ঘটনায় ৩টি মামলা হয়েছে বলে জানা গেছে।

র‍্যাব জানিয়েছে, মাদকের বিরুদ্ধে গোয়েন্দা তথ্য সংগ্রহ করতে গেলে পরিকল্পিতভাবে গুজব রটিয়ে র‍্যাব সদস্যদের উপর হামলা চালায় মাদক ব্যবসায়ীরা।

গণপিটুনির শিকার হয়ে আহত দুই র‍্যাব সদস্য ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন রয়েছেন।

জানা গেছে, র‍্যাব সদস্যদের উপর হামলার ঘটনার পর গ্রেপ্তার অভিযান শুরু হলে ঘটনাস্থল ও এর আশেপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। সেখানে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। বৃহস্পতিবার (২৬ মে) র‍্যাব-পুলিশের উপস্থিতি দেখা গেছে।

র‍্যাব-৭ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এম এ ইউসুফ বাঙলা কাগজ ও ডনকে বলেন, র‍্যাবের গোয়েন্দা দল সাদা পোশাকে তথ্য সংগ্রহ করতে গেলে পরিকল্পিতভাবে হামলা চালিয়েছে মাদক ব্যবসায়ীরা। হামলায় জড়িত সন্দেহে ১০ জনকে আটক করা হয়েছে। প্রকৃত আসামি শনাক্তে তাদের জিজ্ঞাসাবাদ ও যাচাই-বাছাই করা হচ্ছে।

আহত র‍্যাব সদস্যদের শারীরিক অবস্থা জানিয়ে তিনি বলেন, চিকিৎসকরা তাঁদের আইসিইউতে পর্যবেক্ষণে রেখেছেন। তবে ২৪ ঘণ্টার আগে তাঁদের শারীরিক অবস্থা বলা যাচ্ছে না।

মিরসরাইয়ের বারইয়ারহাট পৌর বাজারে ডাকাত ‘সন্দেহে’ ৩ র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) সদস্যকে গণপিটুনি দেয় স্থানীয়রা। বুধবার (২৫ মে) সন্ধ্যা ৭টার সময় র‌্যাব-৭ ফেনী ক্যাম্পের সদস্যরা বারইয়ারহাট পৌর বাজারের ফুটওভার ব্রিজের নিচে অভিযান পরিচালনা করার সময় এ ঘটনা ঘটে। এ ঘটনায় র‌্যাবের ৩ সদস্য আহত হয়েছেন। র‌্যাব-৭ এর জ্যেষ্ঠ সহকারি পরিচালক (মিডিয়া) নুরুল আবছার বিষয়টি বাঙলা কাগজ ও ডনকে নিশ্চিত করেছেন।

আহত র‌্যাব সদস্যরা হলেন : মো. শামীম কাউসার (২৯), মোখলেস (৩৩) ও পারভেজ (২৮)। তাঁদের মাথা ও শরীরে প্রচুর জখম হয়েছে। আহত র‌্যাব সদস্যদেরকে বারইয়ারহাট জেনারেল হাসপাতাল ও বারইয়ারহাট মেডিক্যাল সেন্টারে প্রাথমিক চিকিৎসা শেষে ২৫০ শয্যার ফেনী জেনারেল হাসপাতালে নেওয়া হয়েছে। পরে আহত শামীম কাউসার ও মোখলেসকে আশঙ্কাজনক অবস্থায় র‌্যাবের হেলিকপ্টারে করে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) আনা হয়।