টি-২০ বোলিংয়ে সেরা উপহার তাসকিনের

টি-২০ বোলিংয়ে সেরা উপহার তাসকিনের
৯১

লিটন দাস ও রনি তালুকদারের জুটি, টি-টোয়েন্টিতে প্রথম উইকেটে বাংলাদেশের তৃতীয় সর্বোচ্চ। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে বাংলাদেশের ৯০ ছাড়ানো উদ্বোধনী জুটি আছে তিনটি।

উদ্বোধনী জুটিতে বাংলাদেশের সর্বোচ্চ

রান ওভার জুটি বিপক্ষ ভেন্যু সাল
১০২ ১৩.১ নাঈম–সৌম্য জিম্বাবুয়ে হারারে ২০২১
৯২ ১০.২ লিটন–তামিম জিম্বাবুয়ে মিরপুর ২০২০
৯১ ৭.১ লিটন–রনি আয়ারল্যান্ড চট্টগ্রাম ২০২৩

বাংলাদেশের ইনিংসে ছক্কা। টি-টোয়েন্টিতে বাংলাদেশের ব্যাটসম্যানরা এক ম্যাচে এর চেয়ে বেশি ছক্কা মেরেছেন দুবার। ২০১৮ সালে কলম্বোয় শ্রীলঙ্কার বিপক্ষে ও ২০২০ সালে মিরপুরে জিম্বাবুয়ের বিপক্ষে ১২টি করে ছক্কা মেরেছিলেন বাংলাদেশের ব্যাটসম্যানরা।

ফিফটির পর রনি তালুকদার
ফিফটির পর রনি তালুকদার

২৪

বাংলাদেশের জার্সিতে প্রথম ফিফটিটা ২৪ বলে করেছেন রনি তালুকদার। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে যা বাংলাদেশের তৃতীয় দ্রুততম।

টি-টোয়েন্টিতে বাংলাদেশের দ্রুততম ফিফটি

বল ব্যাটসম্যান বিপক্ষ ভেন্যু সাল
২০ মোহাম্মদ আশরাফুল ওয়েস্ট ইন্ডিজ জোহানেসবার্গ ২০০৭
২১ লিটন দাস ভারত অ্যাডিলেড ২০২২
২৪ মুশফিকুর রহিম শ্রীলঙ্কা কলম্বো ২০১৮
২৪ লিটন দাস ওয়েস্ট ইন্ডিজ লডারহিল ২০১৮
২৪ আফিফ হোসেন জিম্বাবুয়ে মিরপুর ২০১৯
২৪ রনি তালুকদার আয়ারল্যান্ড চট্টগ্রাম ২০২৩

তাসকিনের ৪/১৬

• আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে তাসকিনের সেরা বোলিং। আগের সেরা ৪/২৫, ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপে নেদারল্যান্ডসের বিপক্ষে।

• চট্টগ্রামে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে বাংলাদেশের সেরা বোলিং। আগের সেরা সাকিব আল হাসানের ৩/৯, ২০১৪ সালে হংকংয়ের বিপক্ষে।

• চট্টগ্রামে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে তৃতীয় সেরা বোলিং। সেরা ৫/৩, ২০১৪ বিশ্বকাপে শ্রীলঙ্কার রঙ্গনা হেরাথের।

আন্তর্জাতিক টি–টোয়েন্টিতে ক্যারিয়ারসেরা বোলিং করেছেন তাসকিন আহমেদ
আন্তর্জাতিক টি–টোয়েন্টিতে ক্যারিয়ারসেরা বোলিং করেছেন তাসকিন আহমেদ
৭–৪

৭ বলের মধ্যে ৪ উইকেট নিয়েছেন তাসকিন আহমেদ। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে বাংলাদেশের বোলারদের সবচেয়ে কম বলের মধ্যে ৪ উইকেট নেওয়ার রেকর্ড এটি। এর আগে দুবার ৮ বলের মধ্যে ৪ উইকেট নিয়েছিলেন সাকিব।

বাংলাদেশের বোলারদের সবচেয়ে কম বলে ৪ উইকেট

বল বোলার বিপক্ষ ভেন্যু সাল
তাসকিন আয়ারল্যান্ড চট্টগ্রাম ২০২৩
সাকিব ওয়েস্ট ইন্ডিজ জোহানেসবার্গ ২০০৭
সাকিব ওমান ধর্মশালা ২০১৬