ঝিনাইদহের দুই ওসি প্রত্যাহার
নিজস্ব প্রতিবেদক, বাঙলার কাগজ; ঝিনাইদহ : সহিংসতা প্রতিরোধে নির্লিপ্ততা ও দায়িত্বে অবহেলা প্রমাণিত হওয়ায় ঝিনাইদহের শৈলকুপা ও হরিণাকুণ্ডু থানার ওসিদেরকে প্রত্যাহার করা হয়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ।
আগারগাঁওয়ের নির্বাচন ভবনে শনিবার (২৩ ডিসেম্বর) দুপুরে সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।
সংবাদ সম্মেলনে ক্ষমতাসীন দলের প্রার্থীদের আচরণবিধি মানাতে পারছেন কি-না, এমন প্রশ্নের জবাবে অশোক কুমার বলেন, ‘যে কোনও ধরনের অভিযোগ নির্বাচন কমিশনে আসবে, যে কোনও ভিডিও ক্লিপ বা প্রমাণ সংশ্লিষ্ট রিটার্নিং অফিসারের কাছে ও এসপির কাছে পাঠাবেন। তাঁদের তদন্ত অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।’
তিনটি আসনের তদন্ত রিপোর্ট শুক্রবার চেয়েছিলো ইসি। তার পরিপ্রেক্ষিতে কী ব্যবস্থা নেওয়া হয়েছে জানতে চাইলে দেবনাথ বলেন, ‘যে রিপোর্ট পেয়েছি, তার আলোকে একটা জায়গায় সংশ্লিষ্ট থানায় নির্লিপ্ততার অভিযোগ প্রমাণিত হওয়ায় তাঁদের প্রত্যাহার করা হয়েছে।’
ওসিদের এতো রদবদলের পরও কেনো এতো নির্লিপ্ততা, এমন প্রশ্নে ইসির এ কর্মকর্তা বলেন, ‘গণহারে নির্লিপ্ততা নেই। দুই-একটা বিচ্ছিন্ন ঘটনা ঘটছে। সেখানে ব্যবস্থা নেওয়া হচ্ছে।’
সরকারি দলের প্রার্থীদের বারবার আচরণবিধি লঙ্ঘনের ঘটনা ঘটছে। তাঁদের বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হচ্ছে, জানতে চাইলে ইসির অশোক কুমার দেবনাথ বলেন, আমরা অনেককে শোকজ করেছি। ইনকোয়ারি টিমের যে সুপারিশ আসছে, সে অনুযায়ী আমরা ব্যবস্থা নেবো। অচিরেই আপডেট দৃশ্যমান হবে।