ঝিনাইদহের কোটচাঁদপুরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো কলেজছাত্রের

ঝিনাইদহের কোটচাঁদপুরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো কলেজছাত্রের
ডন প্রতিবেদক, রাম জোয়ার্দার, কোটচাঁদপুর (ঝিনাইদহ) : নিজের আকিকার মাংস মামা বাড়ি পৌঁছে দিতে গিয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ গিয়েছে তমাল হোসেন (১৯) নামের এক কলেজছাত্রের। শুক্রবার (১২নভেম্বর) বিকেলে ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার সাফদারপুর ইউনিয়নের জয়দিয়া মাঠ এলাকায় ব্রিজের পাশে ওই দুর্ঘটনা ঘটে। এ সময় সোহরাব হোসেন নামের আরও একজন গুরুতর আহত হন। নিহত তমাল হোসেন উপজেলা দয়ারামপুর গ্রামের বকুল হোসেনের ছেলে ও সাফদারপুর এস ডি ডিগ্রি কলেজের শিক্ষার্থী। প্রত্যক্ষদর্শী, স্থানীয় ও অন্য সূত্রে জানা গেছে, শুক্রবার (১২ নভেম্বর) বিকেলে বাড়ি থেকে মোটরসাইকেলযোগে মামা বাড়ি যাচ্ছিলো তমাল হোসেন। তমাল হোসেনের মামা বাড়ি কোটচাঁদপুর উপজেলার নারায়নপুর গ্রাম। পথিমধ্যে জয়দিয়া মাঠ এলাকায় ব্রিজের পাশে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মাটি টানা ট্রাক্টর তাঁদেরকে সজোরে ধাক্কা দেয়। এতে তমাল ও সোহরাব রাস্তায় ছিটকে পড়ে এবং গুরুতর আহত হন। স্থানীয়রা তাঁদেরকে উদ্ধার করে কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তমালকে মৃত ঘোষণা করেন। আহত সোহরাবকে উন্নত চিকিৎসার জন্য যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক কৃষ্ণ কমল পাল বাংলা কাগজ এবং ডনকে বলেন, হাসপাতালে আসার আগেই তমাল হোসেন মারা গিয়েছিলেন।