জমে উঠেছে কান উৎসব।

জমে উঠেছে কান উৎসব।

নিজস্ব প্রতিবেদন, বাঙলা কাগজ : করোনার সব প্রতিকূলতা কাটিয়ে জাঁকজমকপূর্ণ আয়োজনে শুরু হলো বিশ্ব চলচ্চিত্রের অন্যতম মর্যাদাপূর্ণ আসর কান উৎসবের। বিভিন্ন দেশের তারকাশিল্পীদের পদচারণায় মুখর দক্ষিণ ফ্রান্সে ভূমধ্যসাগরের তীরের এই শহর। উৎসবের ‘পালে দে ফেস্টিভ্যাল’ ভবন চত্বরে জমে উঠেছে লালগালিচা। এখানে সৌন্দর্যের রোশনাই ছড়িয়েছেন বিশ্বখ্যাত তারকারা। দুই বছর পর উৎসবে অভিনেতা, অভিনেত্রী, প্রযোজক, পরিচালক ও সাংবাদিকসহ সবাই যেনো প্রাণ ফিরে পেলেন। প্রাণ ফিরে পেলো নীল সমুদ্রপাড়ের শহর কান।

মঙ্গলবার (১৭ মে) কান উৎসবের ৭৫তম আসর শুরু হয়। উদ্বোধন অনুষ্ঠানে ভাষণ দেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। স্যাটেলাইটের মাধ্যমে সরাসরি যুক্ত হন তিনি। রুশ আগ্রাসনের বিরুদ্ধে লড়াইয়ে বিশ্বজুড়ে সবার সমর্থনের জন্য আবেদন জানান তিনি। এদিন মূল প্রতিযোগিতা শাখার বিচারকদের প্রধান ফরাসি অভিনেতা ভাসোঁ লাদোঁর নেতৃত্বে লালগালিচায় পা রাখেন বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন, যুক্তরাজ্যের অভিনেত্রী ও পরিচালক রেবেকা হল, সুইডেনের অভিনেত্রী নুমি রাপাস, ইতালির পরিচালক ও অভিনেত্রী জাজমিন ত্রিঙ্কা, ইরানি পরিচালক আসগর ফারহাদি, নরওয়ের পরিচালক ইওয়াকিম ত্রিয়ের, যুক্তরাষ্ট্রের পরিচালক জেফ নিকোলস এবং ফরাসি পরিচালক লাজ লি।

তাঁদের পাশাপাশি লালগালিচায় হাঁটেন বিভিন্ন দেশের চলচ্চিত্র পেশাজীবী ও কানের স্থানীয় বিশিষ্ট ব্যক্তিরা। এবারের আসরে আজীবন সম্মাননা ‘স্বর্ণপাম’ দেওয়া হয় আমেরিকান অভিনেতা-প্রযোজক ফরেস্ট হুইটেকারকে। তাঁর হাতে সম্মাননা তুলে দেন কান উৎসবের বিদায়ী সভাপতি পিয়েরে লেসকিউর। সবশেষে মঞ্চে আসেন আমেরিকান অভিনেত্রী জুলিয়ান মুর। তিনি ফরাসি ভাষায় ৭৫তম কান চলচ্চিত্র উৎসবের উদ্বোধন ঘোষণা করেন।

বৃহস্পতিবার (১৯ মে) থাকছে বাংলাদেশ : উৎসবের তৃতীয় দিনে প্রকাশ হবে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বায়োপিক ‘মুজিব :একটি জাতির রূপকার’ (ইংরেজিতে ‘মুজিব : দ্য মেকিং অব অ্যা নেশন’) ছবির ট্রেলার। পালে দে ফেস্টিভ্যাল ভবনের বাণিজ্যিক শাখা মার্শে দ্যু ফিল্মে অংশ নিয়েছে ছবিটি। 

জানা গেছে, ছবির ১ মিনিট ৩০ সেকেন্ড দৈর্ঘ্যের ট্রেলার দেখানো হবে এখানে।

এই আয়োজনে অংশ নিচ্ছেন চিত্রনায়ক আরিফিন শুভ, অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা ও তথ্যমন্ত্রী ড. হাছান মাহ্‌মুদ। 

এ ছাড়া ছবিটির পরিচালক শ্যাম বেনেগালেরও থাকার সম্ভাবনা রয়েছে।

বঙ্গবন্ধু বায়োপিকের মূল চরিত্রে আরিফিন শুভ এবং শেখ ফজিলাতুন্নেছা মুজিবের তরুণী বয়সের চরিত্রে অভিনয় করেছেন নুসরাত ইমরোজ তিশা। কন্যাসন্তানের মা হওয়ার পর এবারই প্রথম দেশের বাইরে গেলেন তিশা। তাঁর সঙ্গে আছেন স্বামী মোস্তফা সরয়ার ফারুকী এবং একমাত্র মেয়ে ইলহাম নুসরাত ফারুকী। বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন সংস্থা এবং ভারত সরকারের এনএফডিসির যৌথ প্রযোজনায় নির্মিত ‘মুজিব’ ছবির ফার্স্টলুক প্রকাশ হয় গত ১৪ এপ্রিল। এরপর উন্মুক্ত হয় একটি পোস্টার। সেই পোস্টার এখন শোভা পাচ্ছে মার্শে দ্যু ফিল্মের পিলার ও স্ট্যান্ডে।

‘মুজিব’ ছবিতে তরুণী শেখ হাসিনার চরিত্রে নুসরাত ফারিয়া এবং কিশোরী শেখ হাসিনার ভূমিকায় আছেন ওয়ানিয়া জারিন আনভিতা। বঙ্গবন্ধুর স্ত্রী শেখ ফজিলাতুন্নেছা মুজিবের কিশোরী বয়সের চরিত্রে দেখা যাবে প্রার্থনা দীঘিকে। শেখ রেহানার দুটি ভিন্ন বয়সের চরিত্রে থাকছেন সাবিলা নূর ও সামন্ত রহমান।

এ ছাড়া এবারের উৎসবে অংশ নিয়েছেন চিত্রনায়ক ও প্রযোজক অনন্ত জলিল ও বর্ষা। এই শাখায় তাঁদের অভিনীত ‘দিন- দ্য ডে’ এবং ‘নেত্রী- দ্য লিডার’ সিনেমার ট্রেলার প্রকাশ হবে।