জিডিতে পদ্মা সেতুর ২ থানার যাত্রা শুরু।

জিডিতে পদ্মা সেতুর ২ থানার যাত্রা শুরু।

নিজস্ব প্রতিবেদন, বাঙলা কাগজ : প্রধানমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার উদ্বোধনের কথা উল্লেখ করে প্রথম সাধারণ ডায়েরি (জিডি) নথিভুক্তির মাধ্যমে পদ্মা সেতুর দুই পাড়ে থানার কার্যক্রম শুরু হয়েছে।

বহুল প্রতীক্ষিত পদ্মা সেতু উদ্বোধনের ৪ দিন আগে মঙ্গলবার (২১ জুন) প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চুয়ালি অনুষ্ঠানে যুক্ত হয়ে ২ পাড়ে ‘পদ্মা সেতু (উত্তর) থানা’ এবং ‘পদ্মা সেতু (দক্ষিণ) থানা’ উদ্বোধন করেন।

সেতুর মুন্সীগঞ্জের লৌহজং প্রান্তের মাওয়া এলাকায় মেদিনীমণ্ডল ও কুমারভোগ ইউনিয়ন নিয়ে গঠিত হয়েছে পদ্মা সেতু (উত্তর) থানা এবং শরীয়তপুরের জাজিরা প্রান্তে পূর্ব ও পশ্চিম নাওডোবা ইউনিয়ন নিয়ে হলো ‘পদ্মা সেতু (দক্ষিণ) থানা’।

উত্তর থানার ওসি আলমগীর হোসেন বাঙলা কাগজ ও ডনকে জানান, উদ্বোধনের পরপরই তাঁদের থানায় আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়েছে।

তিনি বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী থানা উদ্বোধন করলেন, এই কথাটি উল্লেখ করে থানার প্রথম জিডি করা হয়।’ একইসঙ্গে ‘মাননীয় প্রধানমন্ত্রী পদ্মা সেতু দক্ষিণ থানা উদ্বোধন করলেন’- এ কথা লিখে জিডি বই খোলার কথা জানিয়েছেন দক্ষিণ থানার উপ-পরিদর্শক (এসআই) বিনয় বাড়ৈ।

এই ধরনের জিডির কারণ জানতে চাইলে পুলিশ কর্মকর্তারা জানান, নিয়ম অনুযায়ী থানার প্রায় প্রতিটি কার্যক্রম জিডির বইতে নথিভুক্ত করা হয়ে থাকে। সেই কারণেই উদ্বোধনের তথ্যটিও নথিভুক্ত করা হয়েছে।

উদ্বোধন অনুষ্ঠান থানা চত্বরে বেশ জাঁকজমকভাবে হয়েছে এবং স্থানীয় লোকজনও উপস্থিত ছিলো বলেই জানান এসআই বিনয় বাড়ৈ। 

তিনি বলেন, ‘স্থানীয় লোকজন খুব আগ্রহ ভরে নতুন থানায় এসে উদ্বোধনী অনুষ্ঠানে শরিক হয়েছেন, মাননীয় প্রধানমন্ত্রীর বক্তব্য শোনেছেন। আমরা তাদের আপ্যায়ন করেছি, মতবিনিময় করেছি। তাঁদের কথা শুনেছি এবং সহযোগিতা চেয়েছি।’

পদ্মা সেতু (উত্তর) এবং পদ্মা সেতু (দক্ষিণ) থানা নিয়ে দেশে মোট থানা হলো ৬৬৪টি। 

২৫ জন করে সদস্য নিয়ে নতুন দুটি থানার কার্যক্রম শুরু হলো। 

প্রতিটি থানায় একজন পরিদর্শক (ওসি), দুইজন উপ-পরিদর্শক (এসআই), দুইজন সহকারী পরিদর্শক (এএসআই) এবং ২০ জন করে কনস্টেবল আছেন।