জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সেই শিক্ষার্থীর মোবাইল উদ্ধার।

নিজস্ব প্রতিবেদন, বাঙলা কাগজ : রাজধানীর কারওয়ান বাজারে মোবাইল ছিনতাইকারীকে একাই ধরে বেধড়ক পেটানো জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) সেই শিক্ষার্থীর মোবাইল ফোন উদ্ধার করেছে তেজগাঁও থানা পুলিশ। পাশাপাশি ওই মোবাইল ফোন ছিনতাইকারী এবং তার এক সহযোগীকেও গ্রেপ্তার করেছে পুলিশ।

মামলার তদন্ত কর্মকর্তা তেজগাঁও থানার উপ-পরিদর্শক তারেক জাহান মঙ্গলবার (২ আগস্ট) রাতে বাঙলা কাগজ ও ডনকে এ তথ্য নিশ্চিত করেছেন।

এ বিষয়ে বুধবার (৩ আগস্ট) থানায় সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানানো হবে বলেও উল্লেখ করে তিনি।

তিনি বাঙলা কাগজ ও ডনকে বলেন, ছিনতাই হওয়া মোবাইলটি যিনি কিনেছিলেন, তাঁকেও আটক করা হয়েছে।

গত ২১ জুলাই সন্ধ্যায় বাসে করে মিরপুর থেকে পুরান ঢাকায় যাচ্ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। বাসটি কারওয়ান বাজারে আসার পর বাসের জানালা দিয়ে ওই শিক্ষার্থীর মোবাইল নিয়ে পালিয়ে যায় ছিনতাইকারী।

তাৎক্ষণিক বাস থেকে নেমে ছিনতাইকারীকে ধাওয়া করেন ওই তরুণী। কিন্তু তাকে আর ধরা সম্ভব হয় নি। ঠিক তখন ঘটে আরেক ছিনতাইয়ের ঘটনা। এক নারীর মোবাইল নিয়ে পালাচ্ছিলো আরেক ছিনতাইকারী। এ সময় ইত্তেফাক গলিতে থাকা জগন্নাথের ওই শিক্ষার্থীর সামনে পড়ে যায় সে। তখন তাকে ধরে ফেলেন চট্টগ্রামের ওই মেয়ে। এরপর ওই ছিনতাইকারীকে বেদম মারধর করেন তিনি।

এ ঘটনার পর লোকজনের সহায়তায় ওই ছিনতাইকারীকে দিয়ে ফোন করিয়ে সহযোগী আরেক ছিনতাইকারীকে ডেকে আনেন ওই শিক্ষার্থী। এরপর তাকেও পুলিশে ধরিয়ে দেওয়া হয়।

ছিনতাইকারীকে মাটিতে ফেলে শিক্ষার্থীর উত্তম-মধ্যমের সেই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে পড়ে। যেখানে ওই শিক্ষার্থীর সাহসিকতার প্রশংসা করেছেন সবাই।