চান্দিনা বাসস্টেশনে যানজট নিরসনে বসছে কাঁটাতারের বেড়া।

চান্দিনা বাসস্টেশনে যানজট নিরসনে বসছে কাঁটাতারের বেড়া।

নিজস্ব সংবাদদাতা, বাঙলা কাগজ; চান্দিনা (কুমিল্লা) : ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চান্দিনা বাসস্টেশনে প্রায় প্রতিদিনই স্বল্প হলেও যানজট চোখে পড়ছে। যত্রতত্র গাড়ি পার্কিং, বাস-বে ও ফুটওভার ব্রিজ ব্যবহার না করা, ফুটপাথ দখল করাসহ নানা কারণে কিছুতেই পিছু ছাড়ছে না যানজট। কখনও কখনও যানজট দীর্ঘ হয়ে মহাসড়কের ২-৩ কিলোমিটার এলাকা বিস্তৃত হয়ে যাচ্ছে।

পুলিশ বা প্রশাসনের অভিযানে কিছু সময়ের জন্য যানজট কমলেও অভিযানের পর তা আবারও ফিরে আসছে পূর্বের অবস্থায়।

এবার মাসিক বা ঝটিকা অভিযান নয়, চান্দিনা-বাগুর বাসস্টেশনকে যানজট মুক্ত করতে বিশেষ উদ্যোগ নিয়েছে প্রশাসন।  

সড়ক ও জনপথ বিভাগের সঙ্গে যোগাযোগ করে চান্দিনা বাসস্টেশন এলাকার নিচু বিভাজনে কাঁটাতারের ব্যারিকেড দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন চান্দিনা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জিয়াউল হক মীর। 

নির্ধারিত বাস-বে ব্যবহার নিশ্চিত করতে পরিবহন শ্রমিকদের নির্দেশ প্রদানসহ কোন পরিবহন কোন স্থানে থামবে সেই নির্দেশনা সম্বলিত সাইনবোর্ড সাঁটানোর ব্যবস্থা করা হবে। 

এ ছাড়াও ভ্রাম্যমাণ আদালতের ধারাবাহিক অভিযানে মহাসড়কের স্টেশন এলাকার ফুটপাথ দখল করে থাকা অবৈধ দখলদারদের জরিমানাসহ শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। নির্দেশ অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণেরও নির্দেশ দেন ইউএনও।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জিয়াউল হক মীর বাঙলা কাগজ ও ডনকে জানান, চান্দিনা-বাগুর বাসস্টেশনটি মহাসড়কের একটি গুরুত্বপূর্ণ অংশ। এখানে বেশকিছু অনিয়মের ফলে যানজট নিত্যসঙ্গী হয়ে দাঁড়িয়েছে। স্টেশনে ফুটওভার ব্রিজ থাকা সত্ত্বেও যাত্রীদের নিচু বিভাজন অতিক্রম করে অবাধে মহাসড়ক পারাপার হওয়া যানজটের একটি বড় কারণ।