চট্টগ্রামে স্ত্রীকে হত্যার দায়ে স্বামী গ্রেপ্তার।

চট্টগ্রামে স্ত্রীকে হত্যার দায়ে স্বামী গ্রেপ্তার।

নিজস্ব প্রতিবেদক, বাঙলা কাগজ; ইসমাইল ইমন, চট্টগ্রাম মহানগর : চট্টগ্রামে স্ত্রী হত্যার দায়ে স্বামীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এক্ষেত্রে চন্দনাইশে ২৪ দিন পালিয়ে থাকার পর এস এস আবদুস সাত্তার (৭০) নামে ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।

সোমবার (৩০ মে) ভোরে গোপন সংবাদ ও তথ্য প্রযুক্তির সহায়তায় রাঙ্গুনিয়ার প্রত্যন্ত পাহাড়ি এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে চন্দনাইশ থানা পুলিশ।

গ্রেপ্তার এস এস আবদুস সাত্তার উপজেলার কাঞ্চনাবাদ ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের পশ্চিম এলাহাবাদ বাতুয়ার পাড়া গ্রামের মৃত ওয়াহেদ আলীর ছেলে।

মামলার তদন্তকারী কর্মকর্তা চন্দনাইশ থানার উপ-পরিদর্শক ইউনুস আলী বিষয়টি বাঙলা কাগজ ও ডনকে নিশ্চিত করেছেন।

জানা গেছে, গত ৭ মে (শনিবার) সন্ধ্যায় পশ্চিম এলাহাবাদের বাতুয়ার পাড়ায় এলাকায় গৃহবধূ রেজিয়া বেগমকে তাঁর নিজ ঘরে মারাত্মকভাবে ছুরিকাহত করেন তাঁর স্বামী রিকশাচালক এস এস আবদুস সাত্তার। এ সময় স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় রেজিয়াকে উদ্ধার করে বিজিসি ট্রাস্ট মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে প্রাথমিক চিকিৎসার পর চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে প্রেরণ করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতে রেজিয়া মারা যান। 

এস এস আবদুস সাত্তারকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বাঙলা কাগজ ও ডনকে বলেন, গৃহবধূ রেজিয়া বেগম হত্যার প্রধান আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। পরবর্তীতে আইনানুগ কাজকর্ম শেষ করে আসামিকে আদালতে পাঠানো হবে।