চট্টগ্রামে পুলিশকে পিষে মারলো হানিফ পরিবহন!
নিজস্ব সংবাদদাতা, বাঙলা কাগজ; চট্টগ্রাম : চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চুনতি বাজার এলাকায় হানিফ বাসের চাপায় মোটরসাইকেল আরোহী এক পুলিশ সদস্য নিহত হয়েছেন। তাঁর নাম মারুফুল ইসলাম (২৫)। তিনি চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশে (সিএমপি) কর্মরত ছিলেন।
শুক্রবার (১৭ জুন) রাত ৮টায় চকরিয়া হারবাংয়ের বাড়ি থেকে চট্টগ্রাম কর্মস্থলে ফেরার পথে চুনতি ডেপুটি বাজার সালওয়া রেস্টুরেন্টের সামনে এ ঘটনা ঘটে। নিহত মারুফুল চকরিয়া হারবাং নয়া বাজার সাংবাদিক ছিদ্দিক আহমদের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার রাত ৮টার দিকে মোটরসাইকেল নিয়ে চুনতি ডেপুটি বাজার সালওয়া রেস্টুরেন্টের সামনে পৌঁছালে কক্সবাজারমুখী হানিফ পরিবহনের একটি বাস চাপা দেয় মারুফুল ইসলামকে। এতে তাঁর মাথা ও শরীরে মারাত্মকভাবে আঘাত লাগে এবং ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে। ঘটনার পর বাসের চালক ও সহযোগী পালিয়ে যায়। স্থানীয়রা বাসটি জব্দ করে পুলিশের কাছে হস্তান্তর করে।
বিষয়টি নিশ্চিত করে চুনতি পুলিশ ফাঁড়ির ইনচার্জ রফিকুল ইসলাম বাঙলা কাগজ ও ডনকে বলেন, মারুফুল ইসলাম নামে সিএমপির এক সদস্য চকরিয়ার বাড়ি থেকে মোটরসাইকেল যোগে চট্টগ্রামের কর্মস্থলে ফিরছিলেন। ফেরার পথে চুনতি ডেপুটি বাজার সালওয়া রেস্টুরেন্টের সামনে পৌঁছালে কক্সবাজারমুখী হানিফ পরিবহনের বাস চাপা দিলে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। ঘটনার পর বাসের চালক ও হেলপার পালিয়ে গেলেও বাসটি জব্দ করা হয়েছে।
‘চালক ও হেলপারকে আটকের চেষ্টা চলছে।’