গোয়ালন্দে র‍্যাবের হাতে অজ্ঞানপার্টির ৫ জন আটক।

গোয়ালন্দে র‍্যাবের হাতে অজ্ঞানপার্টির ৫ জন আটক।

নিজস্ব প্রতিবেদক, বাঙলা কাগজ; রিফাত ইসলাম, ফরিদপুর : র‍্যাব-৮, সিপিসি-২, ফরিদপুর ক্যাম্প কর্তৃক রাজবাড়ী জেলার গোয়ালন্দ ঘাট থানাধীন এলাকা থেকে সংঘবদ্ধ অজ্ঞান পার্টি চক্রের ৫ সদস্যকে আটক করা হয়েছে।

র‍্যাব তাঁর প্রতিষ্ঠালগ্ন থেকে জঙ্গি, মাদক ব্যবসায়ী, অস্ত্রধারী, সন্ত্রাসী, চাঁদাবাজ, ধর্ষণকারী ও অজ্ঞান পার্টির বিরুদ্ধে আইনগতভাবে শক্ত অবস্থান নিয়েছে।

‘বাংলাদেশ আমার অহংকার’ স্লোগানে র‍্যাবের এসব কর্মকাণ্ড দেশের সর্বস্তরের মানুষের কাছে ইতোমধ্যেই বিশেষভাবে প্রশংসিত হয়েছে।

জানা গেছে, ফরিদপুরের র‍্যাব ক্যাম্প জানতে পারে যে, ঈদুল আজহাকে কেন্দ্র করে বিভিন্ন সময় বিভিন্ন অসাধু ব্যক্তি নানা ধরনের কৌশল অবলম্বন করে সর্ব সাধারণের নিকট হতে বিপুল পরিমাণ অর্থসহ মূল্যবান সামগ্রী হাতিয়ে নিচ্ছে। এরই ধারাবাহিকতায় এই ক্যাম্প গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, কতিপয় অসাধু অজ্ঞান পার্টি জনসাধারণের নিকট থেকে অর্থসহ মূল্যবান সামগ্রী হাতিয়ে নেওয়ার কার্যক্রম করছে।

ওই সংবাদ অবহিত হওয়ার পর র‌্যাব-৮, সিপিসি-২ ফরিদপুর র‍্যাব ক্যাম্পের একটি বিশেষ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ সুপার শফিকুল ইসলামের নেতৃত্বে রাজবাড়ী জেলার গোয়ালন্দ ঘাট থানা এলাকায় অভিযান পরিচালনা করে  অজ্ঞান পার্টি চক্রের সদস্য ১) মো. মাসুদ খাঁ (৪০), পিতা : মৃত মফিজ খাঁ, সাং : খালিশপুর, থানা : খালিশপুর; ২) মো. আলমগীর খাঁন (২৮), পিতা : মো. মুক্তার মীর, সাং : গুনাড়ী, থানা : দাকোপ; ৩) মো. রিপন গাজী (৩০) ও ৪) মো. লিটন গাজী (২৮), উভয় পিতা : মো. আমজাদ গাজী, সাং : রাজাপুর, থানা : ডুমুরিয়া, সর্বজেলা : খুলনা; ৫। মো. কিরা মিয়া (৩৮), পিতা : মো. আব্দুল মান্নান মন্ডল, সাং : পিগনা, থানা : শরিষাবাড়ী, জেলা : জামালপুরদেরকে আটক করেন। 

এ সময় আটককৃত ব্যক্তিদের হেফাজত হতে বিভিন্ন ধরনের অজ্ঞান করার সামগ্রী জব্দ করা হয়।